বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
২৪তম সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ঘোষণা বাংলাদেশের গ্লোব বায়োটেকের আবিষ্কৃত ‘বঙ্গভ্যাক্স’ পেল মার্কিন পেটেন্ট আইএমএফ প্রধান অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’ ইন্দো-মালয়েশিয়ান মডেল হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে – ধর্ম উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আমাদের করতেই হবে— সুপ্রদীপ চাকমা সেতু বিভাগের সচিব মহোদয়ের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহন নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা –শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে সাইত্রিশ প্রতিষ্ঠান বাংলাদেশে ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ

মোঃ সিকান্দার আলী / ১৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। রাকিব (২৮) ২। জাকির (২৮) ৩। আকলিমা (২৮) ৪। রাজু (৩০) ৫। ইমন (২১) ৬। পলাশ (২৫) ৭। রতন (২১) ৮। রাকিব (২২) ৯। আলামিন (২২) ও ১০। শফিকুল ইসলাম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন এবং একটি সামুরাই উদ্ধার করা হয়।

অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাগর (২৮) ২। মোঃ আকাশ (২০) ৩। মোঃ আল আমিন(২০) ৪। আবু বক্কর মোহন ৫। মোঃ আব্দুল লতিফ (৫৫) ৬। মোঃ আসাদুল ইসলাম (৩৫ )৭। মোঃ আতিকুল ইসলাম (২৭) ৮। মোঃ শাহাদাত হোসেন (৩৫) ৯। মোঃ সাদ্দাম হোসেন (৩০) ১০। মোঃ মাসুদ মুন্সি (৪০) ও ১১। রনজু মিয়া (৪৫)।

উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *