মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে ০৪টি বিদেশি পিস্তল, ০৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন – এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ০৩ জন ডেলিগেটের সাক্ষাৎ রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ জারি প্রথমবারের মতো বন্যপ্রাণী গবেষকদের জন্য ৫০ লাখ টাকার অনুদান দিচ্ছে বন বিভাগ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি; শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত। সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেবে সরকার। — তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভারতে গিয়ে সেলফি , হাদিকে গুলি করা ব্যক্তি মাসুদের চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক চাকুরী থেকে বরখাস্ত

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২৮ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ বিভাগ থেকে ০৫/০৮/২০২৪ তারিখ থেকে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন এবং চেক ডিজঅনার মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত খুলনা কর্তৃক কারাদন্ডের আদেশ প্রদানের তারিখ ০৪/০৩/ ২০২৫ হতে সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা করা হয়।

সাবেক উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিক, (সাময়িক বরখাস্তকৃত), গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫, মিরপুর, ঢাকা ও বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ, খাগড়াছড়ি
এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ
প্রমাণিত হওয়ায় তাকে ‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ)
অনুযায়ী ‘চাকুরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

লিটন মল্লিকের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮/০৯/২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে ‘চাকুরি হতে বরখাস্তকরণ’ গুরুদন্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *