শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলকারীদেকে হত্যা, করে ভ্যানে মরদেহের স্তূপ ও পোড়ানোর ঘটনায় আলোচিত ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেনকে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। আজ সকালে
আত্মগোপনে থাকা আরাফাতকে রাজধানীর আফতাবনগরের একটি ফ্ল্যাট থেকে র্যাব-৩ ও র্যাব-৪ যৌথ অভিযানে গ্রেপ্তার করে তাকে।
এসআই আবু তাহের মিয়া জানান৩২৬ ধারায় গত ১১ সেপ্টেম্বর আরাফাতের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন রবিউল সানি নামের এক ব্যক্তি। সেই হত্যাচেষ্টা মামলায় আরাফাতকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে। সেখানে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে গণঅভ্যুত্থানে আন্দোলকারীদের মরদেহের স্তূপ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে। সেখানে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাতকে সেখানে দেখা যায়।