সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী নাফতি ফোরামের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে ফোন করে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে —হোসেন জিল্লুর রহমান ভূমি সংক্রান্ত জটিলতার অন্যতম বড় কারণ হলো ভূমি প্রশাসন ও ভূমি রেজিস্ট্রেশনের দ্বৈত নিয়ন্ত্রণ -সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।। থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত ৫৬৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

রূপপুর গ্রীণসিটি প্রকল্পে ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তত্বাবধায়ক প্রকৌশলীকে নিম্নপদে অবনমিতকরণ এবং সহকারী প্রকৌশলীকে চাকুরী হতে অপসারণ’

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ রফিকুজ্জামান ‘চাকুরী হতে অপসারণ’ এবং তত্বাবধায়ক প্রকৌশলী এ. কে.এম. জিল্লুর রহমানকে ‘নিম্নপদে অবনমিতকরণ’ করে প্রজ্ঞাপন জারী করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মোঃ রফিকুজ্জামান, সহকারী প্রকৌশলী (সিভিল) (সাময়িক বরখাস্তকৃত) পাবনা গণপূর্ত সার্কেল এবং এ. কে. এম. জিল্লুর রহমান তত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) (সিভিল), রাজশাহী গণপূর্ত সার্কেলে কর্মরত থাকা অবস্থায় কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি ঐ সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। তাদের বিরুদ্ধে এ ক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গঠিত পৃথক তদন্ত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে অস্বাভাবিক ব্যয়ে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে পিপিআর ব্যতয় ঘটিয়ে দরপত্র আহবানের পূর্বেই মালামালের গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ উপবিধি (খ) অনুযায়ী “অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় মো: রফিকুজ্জামানকে ‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শ মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (গ) অনুযায়ী তাকে ‘চাকুরি হতে অপসারণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

তত্বাবধায়ক প্রকৌশলী এ. কে.এম. জিল্লুর রহমানকে তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন, পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা এবং “অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরামর্শ মোতাবেক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ (ক) অনুযায়ী
‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে ‘নিম্নপদে অবনমিতকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

তাদের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ২৩/০৯/২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে গুরুদন্ড প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *