শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আনন্দ মিছিল রাজধানীতে

মোঃ সিকান্দার আলী / ৩০১ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে আশেকানে মোস্তফা (দ.) ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত। মিছিলটি  কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শাহজাহানপুর রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় এসে সমাপ্ত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী মহাসচিব, চাঁদপুর ঐতিহ্যবাহী ইসলামপুর গাছতলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীরসাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নকশেবন্দী মুজাদ্দেদী।

তিনি বলেন, আজ ১২ই রবিউল আউয়াল, প্রতিবছরের ন্যায় এবারো সারাবিশ্বের সঙ্গে মিলিয়ে  জাঁকজমকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে নাতে মোস্তফা, কাওয়ালি মাহফিলসহ স্বতঃস্ফূর্তভাবে আয়োজন হচ্ছে। তবে একশ্রেণির নামধারী মুসলমান মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে আসছে। যাদের অসংখ্যবার কোরআন-হাদিস ও যুগশ্রেষ্ঠ আলেম, ইমামগনের ফতোয়া ও দলিল দেখানোর পরেও তারা তাদের বানোয়াট ফতোয়াবাজি করছে। আবার তারাই সারা দেশে মাজার শরীফ, পীর মাশায়েখদের খানকা, দরবারে হামলা ও ভাঙচুর করছে। এরা শিরক-বিদআতের দোহাই দিয়ে নিজেদের সালাফি, আহলে হাদিস, ওহাবি দাবি করে সর্বত্র খারেজিপনা করছে।

‘আজ থেকে একশ বছর পূর্বে এই ওহাবি নজদীরা শিরক-বিদআতের দোহাই দিয়ে মক্কা-মদিনায় জান্নাতুল বাকি ও জান্নাতুল মুয়াল্লার সব আহলে বায়েত, সাহাবীদের স্মৃতি বিজড়িত মাজার শরীফ ভেঙে দিয়েছিল। তৎকালিন সময়ে ব্রিটিশদের সাহায্য নিয়ে এরা ওসমানি খিলাফত ধবংস করে সৌদিআরব রাজতন্ত্র কায়েম করেছিল। আজ এদেরই প্রেতাত্মা বাংলার জমিনে তাদের মুলকিয়াত কায়েম করতে চায়, বাংলার চিরাচরিত সুফিজম চর্চা ধ্বংস করে দিতে চায়। এদের বলে দিতে চাই আউলিয়াগণের মাজারে যতই হামলা কর তাদের মাজার শরীফ থাকবে বরং তোমরা বেইজ্জতি হয়ে নিঃশেষ হয়ে যাবা, যেভাবে বাংলা ভাই, জেএমবিদের জঙ্গিদের আজ কোনো অস্তিত্ব নেই। সরকারকে বলে দিতে চাই, মাজারের ওপর হামলা বন্ধ না হলে রাজপথে নেমে আসবে আউলিয়াপ্রেমিক মুসলিম জনতা। তাই অবিলম্বে মাজার হামলাকারি রাষ্ট্রদ্রোহীদের গ্রেপ্তার করে বিচারের আওয়াতায় আনতে হবে এবং সঙ্গে সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেম শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলীল আড়াইহাজারি, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মেজবাহ উদ্দিন আশরাফি, বাংলাদেশ আনজুমানে আশেকানে মোস্তফা (দ.) এর সচিব মো. জসীম, মাদ্রাসার সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিকদার, তরুণ উদীয়মান ইসলামী আলোচক মাওলানা হাসানুর রহমান নকশেবন্দী, মাওলানা কামরুজ্জামান নকশেবন্দীসহ আরও অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *