মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
র্যাব ফোর্সেস হেডকোয়ার্টার্স কর্তৃক আয়োজিত আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে র্যাব-২,।
উক্ত টুর্নামেন্টে ১৫ টি ব্যাটালিয়ন টিম ও র্যাব সদর দপ্তরসহ মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। গত রবিবার ২১/০৯/২০২৫ তারিখ অনুষ্ঠিত র্যাব-২, মোহাম্মদপুর বনাম র্যাব-৭, চট্টগ্রাম ফাইনালে র্যাব-৭ কে ৩-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে র্যাব-২। ফাইনালে একটি গোল করে এবং সতীর্থদের দিয়ে দুটি গোল করান র্যাব-২ সদস্য কনস্টেবল ফয়সাল। টুর্নামেন্টের পাঁচ ম্যাচে সর্বমোট সাতটি গোল করে ম্যান অব দা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন র্যাব-২ সদস্য কনস্টেবল ফয়সাল। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন র্যাব ফোর্সেস মহাপরিচালক জনাব একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি। টুর্নামেন্টটি এপিবিএন সদর দপ্তর, উত্তরার খেলার মাঠে অনুষ্ঠিত হয়।