শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা ঢাকা মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন ——–রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পেঁয়াজ আমদানির অনুমতির পরিমান বৃদ্ধি করা হবে (দৈনিক আইপি দেয়া হবে ২০০ টি করে) ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিল বাংলাদেশ বাংলাদেশের নদী কেন্দ্রীক পর্যটনের অপার সম্ভাবনার বিষয়টি কূটনৈতিকদের সামনে তুলে ধরেন ——উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে — স্বাস্থ্য উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি আলু চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার

লিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। সাগর (২২) ২। সাইফুল ইসলাম রাব্বি (২৮) ৩। আবু সুফিয়ান (২৯) ৪। আব্দুর রহমান মানিক (৩৬) ৫ । হাবিবুর রহমান ফরহাদ (৩১) ৬। শাহীন (৩৮) ৭। ইসমাইল (২২) ৮। রাজু (২৮) ৯। আনিস (২১) ১০। বশির (৩২) ১১। ওমর হায়দার জিম্মু (৩১) ১২। সুলতান (২৮) ১৩। নাসিম (৪৫) ১৪। সাদ্দাম (২৮) ১৫। রাজু (৩৪) ১৬। মোঃ চাঁন (২৫) ১৭। সানি (২৮) ১৮। সোহান (৩০) ১৯। হানিফ (৪২) ২০। জনি আলী (২৮) ২১। আলমগীর (৪০) ২২। রাসেল (২৬) ২৩। হৃদয় (২৭) ২৪। আবু সাঈদ (১৯) ২৫। আরমান (৩০) ২৬। সাজ্জাদ হোসেন ইমন (১৯) ২৭। সজীব (৪০) ২৮। শাকিব (২৫) ও ২৯। আকাশ (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি ,একটি লোহার হাতলযুক্ত চাপাতি ,নগত চারশত টাকা,৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, চাঁদাবাজি মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *