বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে আমরা যাদু দিয়ে সব কিছু করে ফেলব। তিনি বলেন, দেখতে হবে আমাদের কাজ ও পরিধি বুঝতে হবে। যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, অব্যবস্থাপনা। এজন্য আমার মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সকল অনিয়ম , দুর্নীতি দূর করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছি।
আজ দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেখতে হবে, আমাদের কাজ ও সময়ের পরিধি বুঝতে হবে। আমরা যেখানে হাত দেই সেখানেই দূর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, পোকা মাকরের মত দূর্নীতি। এই অবস্থা শুধু ষোলো বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য তিনি দূর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।
টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি যদি সময় পাই তাহলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে।
এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শন কালে উপদেষ্টার সাথে ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।