শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

তিলোত্তমা উদযাপন করল “স্প্যানিশ ফিয়েস্তা ২০২৫” স্পেনের রাষ্ট্রদূতের হাত ধরে শুরু হল স্প্যানিশ ডিজাইন ঐতিহ্যের নতুনত্ব

মোহম্মদ তারেক - সিনিয়র রিপোর্টার / ৩৭ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

দেশের সর্ববৃহৎ প্রিমিয়াম বিল্ডিং ম্যাটেরিয়াল ইমপোর্টার ব্র্যান্ড তিলোত্তমা বাংলাদেশে স্প্যানিশ সিরামিক শিল্পকর্ম নিয়ে আসার ২৫ বছর পূর্তিতে আয়োজন করেছে “স্প্যানিশ ফিয়েস্তা ২০২৫” । গুলশানে তিলোত্তমার ফ্ল্যাগশিপ শোরুমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্স গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।
এটি ছিল “স্প্যানিশ ফিয়েস্তা” এর দ্বিতীয় আয়োজন। ২০২০ সালে অনুষ্ঠানটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল। এই আয়োজনে বাংলাদেশ ও স্পেনের সাংস্কৃতিক এবং ডিজাইনের দিকটিকে আরও মজবুত করতে তিলোত্তমা’র অগ্রণী ভূমিকা নতুন মাত্রা যোগ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরিয়ার সাজ্জাদ, ব্যবস্থাপনা পরিচালক- তিলোত্তমা বাংলা গ্রুপ; মুহাম্মদ আশিকুর রহমান, সভাপতি স্পেন- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; মনজুরুল হক, লিডার, সেলস- বাংলাদেশ ও পাকিস্তান, এলডব্লিউটি এপ্যাক; এবং মিনহাজ উদ্দিন আহমেদ মিশক, লিডার সেলস – বাংলাদেশ, এলডব্লিউটি এপ্যাক সহ দেশের খ্যাতনামা আর্কিটেক্ট, ডিজাইনার ও রিয়েল এস্টেট কর্মকর্তাবৃন্দ।
তিলোত্তমা বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাজ্জাদ বলেন, “গত ২৫ বছরে স্পেনের সাথে আমাদের এই যাত্রা একটি পরিবারে রূপ নিয়েছে আর এটি তৈরি হয়েছে বিশ্বাস, গুণমান এবং ডিজাইনের ভিত্তিতে। এই সহযোগিতা কেবল ব্যবসা নয় বরং এটি শিল্প, সংস্কৃতি ও উৎকর্ষতার বন্ধন।”
৪৬ বছর ধরে তিলোত্তমা স্প্যানিশ কারুশিল্প ও ডিজাইনের ঐতিহ্যকে বাংলাদেশের বাজারে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত ২৫ বছর ধরে তারা শুধু স্প্যানিশ সিরামিক বিক্রয় নয় বরং স্প্যানিশ ব্রান্ডগুলোর প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করছে। “স্প্যানিশ ফিয়েস্তা ২০২৫” স্পেনের চিরন্তন সৌন্দর্য ও উদ্ভাবনকে বাংলাদেশের স্থাপত্য ও ডিজাইন জগতে তুলে ধরেছে।
এ প্রসঙ্গে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ আশিকুর রহমান বলেন,
“তিলোত্তমা প্রিমিয়াম স্প্যানিশ পণ্য বাংলাদেশের ক্রেতাদের নাগালে এনেছে যার মাধ্যমে বাংলাদেশের ক্রেতারা বিশ্বমানের সিরামিকসের সৌন্দর্য, কারিগরি নিপুণতা ও টেকসই গুণমান উপভোগ করার সুযোগ পাচ্ছেন। এটি প্রমাণ করে যে, ব্র্যান্ডটি আন্তর্জাতিক মানের ডিজাইন ও গুণমানকে স্থানীয় ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফিয়েস্তায় প্রদর্শিত হচ্ছে ১০টি খ্যাতনামা স্প্যানিশ ব্র্যান্ডের কালেকশন। যার মধ্যে রয়েছে এবি, অ্যাজটেকা, আজুভি, বেস্টাইল, কালারকার, এমিগ্রেস, পেরোন্ডা এবং টিএইউ যা শুধু তিলোত্তমা-তে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে তিলোত্তমা বিশ্বখ্যাত ব্র্যান্ড যেমন এমিগ্রেস, কালারকার, সালোনি, টিএইউ এবং অন্যান্য ব্র্যান্ডগুলো বাংলাদেশের বাজারে পরিচয় করিয়ে দিয়েছে এবং স্প্যানিশ প্রিমিয়াম টাইলস সম্পর্কে দেশে সচেতনতা গড়ে তুলছে।
“স্প্যানিশ ফিয়েস্তা ২০২৫” চলবে ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এই সময় দর্শনার্থীরা প্রোডাক্ট প্রদর্শনী, ডিজাইন কমিউনিটির সাথে নেটওয়ার্কিং এবং স্প্যানিশ ডিজাইন উদ্ভাবন বিষয়ক সেশন উপভোগ করতে পারবেন। স্পেনের কারুশিল্প ও বাংলাদেশের স্থাপত্যের মধ্যে এ সম্পর্ক প্রসারে তিলোত্তমা’র চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্বখ্যাত ঐতিহ্যকে নিয়ে এসেছে স্থানীয় ভোক্তাদের কাছে যেখানে সৃজনশীলতা ও কারুশিল্পের মাধ্যমে যুক্ত হচ্ছে দুটি সংস্কৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *