শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।টীম আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে আন্তর্জাতিক গুণী শিল্পী ইউসুফ আহমেদ খান ও রিয়াজ ওয়ায়েজকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন।
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান উপদেষ্টা মন্ডলীরদের থেকে উপদেষ্টা আবৃত্তিশিল্পী নাহিদ আক্তার নাজু ও উপদেষ্টা এপেক্সন সালাউদ্দীন কাদের লাভলু।
অন্যান্য উপদেষ্টারা হলেন কন্ঠ শিল্পী এস.বি সুমি সুফিয়ান,রোটারিয়ন এস,এম আজিজ ও হাজী সাঈদুর রহমান খোকন।
আন্তর্জাতিক বিশ্বতান এর পক্ষ পরিচালনা পর্ষদ থেকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেণ সাহা,সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নিভূ সেন ও সহ-সাংগঠনিক সম্পাদক স্বরূপা দাশ সুমি প্রমুখ।
জমকালো এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান ও রিয়াজ ওয়ায়েজ।