শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
গুলশান ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে ৫ম আন্তঃক্লাব ক্রীড়া উৎসব “গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫”-এর বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ ক্রীড়া উৎসবটি ৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়, যা ঐক্য, বন্ধুত্ব ও খেলাধুলার আসল চেতনায় উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ক্লাব লিমিটেড-এর সভাপতি এম. এ. কাদের (অনু) এবং অলিম্পিয়াড ২০২৫ আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চিফ কমিউনিকেশন অফিসার একরাম কবির, এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুল ইসলাম।
আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন), মিস নাফিসা তারান্নুম, ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর (ফাইন্যান্স); এবং মেহেদী মালেক সাজিব, ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর (স্পোর্টস), গুলশান ক্লাব লিমিটেড।
এই বছর প্রথমবারের মতো অলিম্পিয়াডে ‘রানিং ট্রফি’ প্রবর্তন করা হয়, যা গুলশান ক্লাব লিমিটেড অর্জন করে। ট্রফিটি এক বছরের জন্য প্রদান করা হবে, এবং কোনো ক্লাব টানা তিন বছর এটি অর্জন করলে ট্রফিটি স্থায়ীভাবে সেই ক্লাবের কাছে থাকবে।
সর্বমোট পদক তালিকায় গুলশান ক্লাব লিমিটেড অসাধারণ সাফল্যের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে। ক্লাবটি মোট ৩৫টি পদক জয় করেছে, যার মধ্যে রয়েছে ১০টি স্বর্ণ, ১৩টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ পদক যা তাদের ক্রীড়া নৈপুণ্য ও দলীয় চেতনার উজ্জ্বল প্রতিফলন।
AEEA (দ্য আমেরিকান ক্লাব) দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে ৭টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড জয় করেছে ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক। অপরদিকে গুলশান ক্লাব লিমিটেড দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ৪টি স্বর্ণ, ১ টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।
চট্টগ্রাম ক্লাব লিমিটেড জয় করেছে ২ টি স্বর্ণ, ১ টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ, উত্তরা ক্লাব লিমিটেড অর্জন করেছে ১ টি স্বর্ণ, ২ টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জ, ঢাকা ক্লাব লিমিটেড ১ টি স্বর্ণ,২ টি রৌপ্য, সিলেট ক্লাব লিমিটেড অর্জন করেছে ১ টি স্বর্ণ, ডাচ ক্লাব লিমিটেড ঢাকা হোম অর্জন করেছে ১ টি স্বর্ণ ও ২ টি রৌপ্য, এবং বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড পেয়েছে ১ টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জ । এই বছরের অলিম্পিয়াডে অংশগ্ৰহনকারী দল গুলো হচ্ছে দ্য আমেরিকান ক্লাব ( AEEA), অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব লিমিটেড, চট্টগ্রাম ক্লাব লিমিটেড, গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড, ডাচ ক্লাব ঢাকা, দ্য ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড,সেন্টস ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড,বিট্রিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন ক্লাব, বনানী ক্লাব লিমিটেড, ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড ও বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড। অলিম্পিয়াডে অনুষ্ঠিত
১৭ টি ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল টেনিস , ক্রিকেট , ফুটবল , স্কোয়াশ , ব্যাডমিন্টন , সাঁতার,স্নুকার, পুল , গলফ , টেবিল টেনিস , বাস্কেটবল , দাবা , আর্ম রেসলিং , কুইজ , প্যাডেল, ভারোত্তোলন সহ বিভিন্ন প্রতিযোগিতা ।
অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন , আমার জন্য এটি একটি বিরাট সম্মানের বিষয় যে , আমি পঞ্চম বছরে এই অসাধারণ যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি । আসুন , আমরা সবাই একত্রে স্পোর্টসম্যানশিপ দলগত কাজ এবং ঐক্যের মূল্যবোধকে সম্মান জানাই । আজকের অভিজ্ঞতাকে এমনভাবে উদযাপন করি , যা আমাদের আগামীর পথচলা কে আরো বেশি সুদৃঢ় করবে।
গুলশান ক্লাবের প্রেসিডেন্ট এম এ কাদের ( অনু ) বলেন , গুলশান ক্লাব সবসময় পরিবারবান্ধব, খেলাধুলা কেন্দ্রিক ও সমাজমুখী কার্যক্রমের মাধ্যমে সদস্যদের জীবনকে সমৃদ্ধ করতে এবং উৎকর্ষ, ঐক্য ও সম্পৃক্ততার ঐতিহ্য ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ২০১৯ সালের সূচনা লগ্ন থেকে ‘গুলশান ক্লাব অলিম্পিয়াড ‘ – এ ক্লাবের ধারাবাহিক বিনিয়োগ তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং পেশাগত জীবনের পাশাপাশি স্বাস্থ্যকর ও ভারসাম্যপূর্ণ জীবনধারায় উদ্বুদ্ধ করার এক উজ্জ্বল উদাহরণ। এই বছর অলিম্পিয়াডে ২২টি শীর্ষ ক্লাব , ২৪ টি দল এবং ১২০০-র বেশি অ্যাথলেট, যারা ১৮ টি খেলায় ৩৪ টি ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ।
গুলশান ক্লাব অলিম্পিয়াড তার সম্মানিত অংশীদারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে । অনুষ্ঠানের শেষে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করে Band of Brother’s ।
যা দর্শক – অতিথিদের বিমুগ্ধ করে। ডিনার ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের এই চেতনা ও বন্ধুত্বে ভরা অলিম্পিয়াডের পর্দা নামে এক স্মরণীয় সমাপ্তির মধ্য দিয়ে।