শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় সার্ভিস লেনে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে