রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
আজ
১৯ নভেম্বর ২০২৫,বুধবার,
রাজধানী শাহবাগ, জাদুঘর প্রাঙ্গণ থেকে সকাল ৮ ঘটিকায়, “এইড ফর মেন ফাউন্ডেশন” ও বিডি – ট্যুরিস্ট সাইক্লিস়ট, সহযোগিতায়
আন্তর্জাতিক পুরুষ দিবস২০২৫ উপলক্ষে
‘পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করার দাবিতে, সাইকেল র্যালিও পথসভা আয়োজন করা হয়।
এইড ফর মেন ফাউন্ডেশনে সভাপতি ড: আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে
অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন,
চলচ্চিত্র ব্যক্তিত্ব ,পীরজাদা শহীদুল হারুন,
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লেখক ও সাংবাদিক,তোশাররফ আলী,
স্বাগত বক্তব্য পেশ করেন, এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম নাদিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার প্রধান সম্পাদক, ড. এম হেলাল, সুপ্রিম কোর্ট
আইনজীবী এডভোকেট কাউসার হোসেন,
অ্যাডভোকেট, জাকির হোসেন,
কনসালটেন্ট ও ট্যাক্স ল ইয়ার,রাশেদ করিম,
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি, মোঃ আমিনুল ইসলাম টুব্বুস,
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি, মো. তাওহীদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ,
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের,শারীরিক শিক্ষার,প্রভাষক,মোঃ আব্দুল আলীম,ফ্যাশন শিল্পের,মিকাইল কর্ণধার মনিরুল ইসলাম,
টিভিসি,নাটক ও ফ্লিম মেকার,হিমেল ইসাক,
সংগঠনের বিভিন্ন স্তরের সংগঠক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
কর্মসূচির আন্তর্জাতিক মূল প্রতিপাদ্য “পুরুষ ও ছেলেদের সমর্থন করা” (Supporting Men and Boys) হলেও, বাংলাদেশে সংগঠনটির মূল দাবি হলো: “পুরুষের প্রতি আইনি বৈষম্য বন্ধ করা”। পুরুষদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এইড ফর মেন ফাউন্ডেশন সারা বছর সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে করে আসছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে,
সকাল ১১:০০টা: বিশিষ্ট সুধীজনের
আলোচনা সভা মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।