শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

আগামী ৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী প্রতিটি জেলায় উদযাপিত হবে।
আগামী বুধবার (০৩ ডিসেম্বর) দিনব্যাপী ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস এর আয়োজন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
আগামী বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৯-৩০ টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে, মিরপুর-১৪ এর উদ্বোধন হবে।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য Fostering disability inclusive for advancing social progress’ বাংলা ভাষায় ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।
এছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে এ দিবসের প্রতিপাদ্য প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোন অপারেটরদেরকে খুদেবার্তা প্রেরণ করা হবে। জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হবে।

উল্লেখ্য, দিবসসটি উদযাপন উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ব্যক্তি ৩ জন, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন প্রতিষ্ঠান ৩টি, প্রতিবন্ধীদের সফল পিতা-মাতা ২ জন এবং সফল কেয়ার গিভার ২ জন।

মিরপুর-১৪ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে এবং এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মিলবন্ধন হবে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক(অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, এ আয়োজনের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী সোনালি আঁশের সমসাময়িক নকশার সৃজনশীলতা এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন কারুশিল্প সমৃদ্ধি নতুনরূপে তুলে ধরবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.