রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মনির হোসেন জনি ওরফে রক্ত চোষা জনি (৩০) ২। রাব্বি ওরফে সিয়াম (১৯) ৩। আব্বাস ওরফে রাজিব (২০) ৪। আবির ওরফে ছোট আবির ওরফে পিচ্চি আবির (২৫) ৫। আরিফ (৩০) ৬। উজ্জল (৩০) ৭। শাকিল (২৬) ৮। জাবেদ (৫০) ৯। মাতিম হায়দার হিমেল (৩৫) ১০। আরমান পাগলা আরমান (৪৪) ১১। সুমন চন্দ্র পাল (৩৮) ১২। আরিফ (২৫) ও ১৩। আকাশ (২৫)। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে তিনটি সামুরাই, একটি চাপাতি, দুইটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।