শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

সিজিএসের প্যানেল আলোচনা দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও বেশি একনায়ক হয়ে উঠতে পারেন

মো সিকান্দার আলী / ২৩৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও বেশি একনায়ক হয়ে উঠতে পারেন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসায় দক্ষিণ এশিয়া ও এশিয়াজুড়ে মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন না–ও আসতে পারে। তবে প্রথম দফায় যতটা একনায়ক তিনি ছিলেন, এবার তার চেয়ে দ্বিগুণ মাত্রায় তাঁর স্বৈরশাসক হওয়ার আছে ইঙ্গিত ।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী বঙ্গোপসাগর সংলাপ বা বে অব বেঙ্গল কনভারসেশনে ‘এশিয়া এবং বৈশ্বিক দক্ষিণে ট্রাম্পের আমেরিকার প্রভাব’ শীর্ষক এক প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা মনে করছেন এমনটাই আভাস। আয়োজন করেছে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ ছিল এশিয়ার দেশগুলোর দিকে । কেউই জানে না ট্রাম্পের ফিরে আসার বিষয়টা এবার কি গুরুত্ব কম হবে এভাবে আলোচনার সূত্রপাত করেন সঞ্চালক এবং টাইম সাময়িকীর জ্যেষ্ঠ প্রতিবেদক চার্লি ক্যাম্পবেল।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টিন ফেয়ার বলেন, ‘ট্রাম্পের প্রশাসনে যাঁদের নেওয়া হয়েছিল, তাঁদের বিষয়টি বিবেচনায় নিলে দেখা যায়, তিনি প্রথম দফায় একনায়ক ছিলেন। এবার যাঁদের তাঁর কেবিনেটে নেওয়া হবে সেটা থেকে স্পষ্ট যে একেবারেই রিপাবলিকান পার্টি এবং নিজের অনুগতদের তিনি যুক্ত করছেন। দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে দ্বিতীয় দফাতেও ট্রাম্পের মনোযোগ থাকবে ভারতের সঙ্গে সম্পর্কের মাত্রা কেমন হবে, তার ওপর। তবে এটা অনস্বীকার্য যে একনায়কেরা আবেগতাড়িত হয়েই পররাষ্ট্রনীতি অনুসরণ করেন।’

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরী বলেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রায় অপরিবর্তিত থাকবে। আফগানিস্তান থেকে সৈন্যদের প্রত্যাহার করে নেওয়ায় দেশটির পাশাপাশি পাকিস্তান নিয়েও যুক্তরাষ্ট্রের মনোযোগ বা আগ্রহ কমেছে। এই মুহূর্তে চীনের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি রয়েছে। এ জন্য দেশটি দক্ষিণ এশিয়ায় ভারতকে তাদের অংশীদার বিবেচনা করে, পাকিস্তানকে নয়। যুক্তরাষ্ট্র মনে করে, চীনের ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানকে আবার চীন কিংবা অন্য কোনো অক্ষে পুরোপুরি ঠেলে দেওয়ার ইচ্ছাও যুক্তরাষ্ট্রের নেই। তবে ভবিষ্যতে দুই দেশের সম্পর্কটা ঘনিষ্ঠ হবে, এমন আশাবাদের কোনো কারণ দেখা যাচ্ছে না।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ বলেন, ট্রাম্পের প্রথম আমলটাই ছিল একনায়কতান্ত্রিক। আর একনায়কদের পররাষ্ট্রনীতি অনেকটাই আবেগপ্রবণ হয়ে থাকে। ভবিষ্যতে তাঁর এশিয়া এবং দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতি অনেক বেশি লেনদেনভিত্তিক হবে এবং অনেক বেশি অপ্রত্যাশিত হবে। তবে তাঁর চীন নীতির পরিবর্তন হবে না। কিছু অনিশ্চয়তা ও অপ্রত্যাশিত হবে সামনের চার বছরে।

হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল আওয়ামী লীগ বা বাংলাদেশের ক্ষমতাসীন দলের জন্য কোনো সুফল বয়ে আনবে কি, সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে আলী রীয়াজ বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ, বর্তমান সরকার কিংবা বিরোধী দল—যে ক্ষমতায় থাকুক না কেন, দক্ষিণ এশিয়ার নীতি আংশিকভাবে বর্তমানের ধারাবাহিকতা আর আংশিকভাবে ভারতের সঙ্গে সম্পর্কের মাত্রার ভিত্তিতে হবে। একদিকে থাকবে কৌশলগত দিক আর অন্যদিকে থাকবে ভারতের সঙ্গে সম্পর্কের মাত্রার বিষয়টি। তাই ট্রাম্পের আসার ফলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য বড় ধরনের পরিবর্তন, চাপ কিংবা সুফল বয়ে আনবে না। ভারতের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক আর মোদির সঙ্গে ঘনিষ্ঠতা কিছুটা প্রভাব ফেলবে। তবে আমি মনে করি না, ওয়াশিংটনের পরিবর্তন আওয়ামী লীগ বা অন্য কারও জন্য সুফল বয়ে আনবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *