মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে দুজন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সিটি আইটি মেগা ফেয়ার 2025 মুক্তিযুদ্ধা ও বুদ্ধিজীবী অধ্যাপক খান সারওয়ার মুরশিদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের অসংক্রামক রোগের প্রভাব ও অকালমৃত্যু হ্রাসে বহুখাতভিত্তিক কার্যক্রম ত্বরান্বিত করা জরুরি ….. মন্ত্রিপরিষদ সচিব নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে নাগরিকদের ১৩ দফা ইশতেহার মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত শ্রম খাতে অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে।

মাধ্যমিক শিক্ষা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর –শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২৪ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

আজ ফরিদপুরে টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন ( লেইস) প্রজেক্ট আয়োজিত মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় ও মাদ্রাসার নবীন শিক্ষকদের ৫৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির পরিদর্শন উপলক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেন, “মাধ্যমিক শিক্ষা আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর। দীর্ঘদিন ধরে এই পর্যায়ে কাঙ্ক্ষিত প্রশিক্ষণ কাঠামোর অভাব ছিল—আজ তার পূরণ হচ্ছে। এতে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।”

শিক্ষা উপদেষ্টা জানান, সরকারের সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রয়েছে। দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকলেও সরকার নিয়মিত ঋণ পরিশোধ, বেতন-ভাতা প্রদান এবং উন্নয়ন কার্যক্রম সচল রেখেছে। তিনি আরও বলেন, “শিক্ষা ও স্বাস্থ্য খাতে বৃহৎ বিনিয়োগ প্রয়োজন—এটা আমরা জানি। তবে সীমাবদ্ধতার মধ্যেও আমরা প্রশিক্ষণসহ বহু উদ্যোগ নিয়েছি।”

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেন, প্রশিক্ষণ শেষে মূল্যায়নের মাধ্যমে শিক্ষকরা কোন কোন ক্ষেত্রে উন্নয়ন সম্ভব তা নির্দ্বিধায় জানাবেন। “সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ছাড়া মূল্য সংযোজন অসম্ভব। তাই কী ভালো হয়নি, কোথায় উন্নতি প্রয়োজন—এসব আমাদের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি শিক্ষকদের নৈতিক অবস্থান পুনরুদ্ধারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। “সমাজে শিক্ষকের মর্যাদা সর্বোচ্চ। সেই অবস্থানকে শক্তিশালী করতে হবে। শিক্ষকই পারেন শিক্ষার্থীদের মানবিকতা, নৈতিকতা ও নাগরিক চেতনায় গড়ে তুলতে।”

শিক্ষা উপদেষ্টা আহ্বান জানান, পেশাগত জীবনে রাজনৈতিক পক্ষপাত যেন স্থান না পায় এবং শিক্ষা প্রতিষ্ঠান যেন মূল্যবোধের চর্চার কেন্দ্রে পরিণত হয়। শেষে তিনি বলেন, “মাধ্যমিক শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার মান উন্নয়নে একটি বড় পদক্ষেপ। সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার এই উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ
স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ প্রতিনিধি, প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.