শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

কলেজ, ভাঙচুর, সংঘর্ষ ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি, বলছেন অধ্যক্ষ

মো সিকান্দার আলী / ২৬৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা, ও সংঘর্ষের সময় কয়েকজনকে মারধর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেনল অন্তত ২৫ জন। সংঘর্ষের ঘটনায় চার ঘণ্টা ঢাকা–সিলেট মহাসড়কের ডেমরা অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হামলা, ভাঙচুর ও লুটপাটে লন্ডভন্ড হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। গতকাল সোমবার কলেজটিতে হামলা চালায় পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থীরা।

পরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী হামলাকারীদের ধাওয়া ধাওয়া করলে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু দিকে যায়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষ ও মারধরে আহত হয় অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর গতকাল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ বন্ধ ঘোষণা করা হয়।

ঘটনাটিকে পরিকল্পিত ও সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) ছালেহ উদ্দিন। তিনি জানান , মাহবুবুর রহমান মোল্লা কলেজে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ছাত্র বেশে হামলা চালিয়ে কোটি টাকার মালামাল লুটপাট করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে একটি স্বার্থান্বেষী মহল এ ঘটনা ঘটিয়েছ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ের দিক থেকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এসে জড়ো হতে থাকেন। পরে বেলা একটা পর্যন্ত তাঁরা কলেজের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে বেলা একটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে হামলাকারীদের ধাওয়া দেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ধরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুরান ঢাকার কলেজ দুটির শিক্ষার্থীরা যাত্রাবাড়ী এলাকা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *