বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক। — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে –তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭ জন গ্রেফতার জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি প্রকৌশলীদের পরিবেশগত দায়বদ্ধতাও নিশ্চিত করতে হবে — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনানুষ্ঠানিক শ্রমিকদের সংখ্যা অত্যধিক হলেও তাদের অধিকাংশই স্বীকৃতির বাইরে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান

বাংলাদেশে টাইফয়েড টিকার আওতায় ৯৭ শতাংশ শিশু : রানা ফ্লাওয়ার্স

মোঃ সিকান্দার আলী / ৩৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

বাংলাদেশের ৯৭ শতাংশ শিশু টাইফয়েড টিকা পেয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

বিবৃতিতে রানা ফ্লাওয়ার্স জানান, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন ২০২৫-এর মাধ্যমে চার কোটি ২৫ লাখের বেশি শিশু সুরক্ষা পেয়েছে।
তিনি বলেন, এই অসামান্য অর্জন প্রমাণ করেছে যে শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু ও কষ্ট থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সন্তান গুরুতর অসুস্থ হলে পরিবারগুলো যে অর্থনৈতিক ও মানসিক চাপের মধ্যে পড়ে, তা থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রানা ফ্লাওয়ার্স বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এখন টাইফয়েড প্রতিরোধে বিশ্বে নেতৃস্থানীয় দেশগুলোর কাতারে চলে এসেছে। জীবন রক্ষাকারী টিসিভি প্রচার কার্যক্রম চালু করা দেশগুলোর মধ্যে অষ্টম দেশ এখন বাংলাদেশ।

তিনি বলেন, ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা সর্বশেষ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভেতে (এমআইসিএস) দেখা গেছে, বাংলাদেশে মাত্র ৩৯ শতাংশ মানুষের নিরাপদ পানি পাওয়ার সুযোগ রয়েছে। আরও উদ্বেগের বিষয় হচ্ছে, পানির সব ধরনের উৎসের প্রায় অর্ধেকে (৪৭ শতাংশ) ই কোলাই ব্যাকটেরিয়ার দূষণ রয়েছে।

রানা ফ্লাওয়ার্স বলেন, প্রতি ১০টির মধ্যে আটটি পরিবারের ব্যবহার করা পানির নমুনায় (প্রায় ৮৫ শতাংশ) এই ব্যাকটেরিয়ার দূষণ রয়েছে। ফলে লাখ লাখ শিশুর টাইফয়েডের মতো অসুখে আক্রান্ত হওয়া খুবই সহজ। শিশুরা প্রতিদিন এই ঝুঁকির মুখোমুখি হচ্ছে। সাধারণ এক গ্লাস পানিই শিশুদের জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে। এ কারণে ইউনিসেফ টাইফয়েড টিকা কার্যক্রম শুরুর জন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.