বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে —–নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা নির্বাচনে সকল পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে ——ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পরিবেশ প্রশাসনে প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করেছে বাংলাদেশ— রাজনৈতিক ধারাবাহিকতার ওপর জোর পরিবেশ উপদেষ্টার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: উপজেলা নির্বাহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা কাস্টমস হাউস, চট্টগ্রামে আবারও আমদানি নিষিদ্ধ ঘনচিনি (Sodium Cyclamate) আটক মডেল মসজিদ তৃনমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে           -ধর্ম উপদেষ্টা জলবায়ু অর্থায়ন হতে হবে ন্যায্য, জনগণকেন্দ্রিক ও সক্ষমতা-ভিত্তিক। — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ টেকনো মেগাবুক সিরিজ

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ২৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন

দেশের সবচেয়ে বড় এ প্রযুক্তি মেলায় টেকনো ল্যাপটপের সাথে থাকছে এক্সক্লুসিভ ফ্রি গিফট উদ্ভাবনী প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্র্যান্ড টেকনো অংশ নিচ্ছে জনপ্রিয় প্রযুক্তি মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’-এ। রাজধানীর আগারগাঁও আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে মেলাটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। মেলায় থাকছে বৈশ্বিক ও দেশীয় ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন প্রযুক্তি পণ্যের সমাহার । এছাড়াও ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে থাকছে বিশেষ অফার, মূল্যছাড় ও আকর্ষণীয় গিফট।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা। নতুন ডিভাইস কেনা বা টেক সেটআপ আপগ্রেড গ্রাহকদের জন্য এটি হতে পারে অন্যতম পছন্দের গন্তব্য। প্রযুক্তিপ্রেমীরা স্টার টেক ও রায়ানসের মতো জনপ্রিয় স্টোর থেকে টেকনোর মেগাবুক সিরিজের নতুন মডেল মেগাবুক কে১৫এস এএমডি, মেগাবুক কে১৬এস এএমডি, মেগাবুক টি১ ১৫.৬ ১৩তম জেন এবং মেগাবুক টি১৪ এয়ার সরাসরি দেখে ও যাচাই-বাছাই করে কিনতে পারবে।

স্টার টেক, রায়ানসসহ যেকোনো আউটলেট থেকে টেকনো ল্যাপটপ কিনলেই থাকছে নিশ্চিত ফ্রি গিফট- টেকনো ওয়াচ নিও বা টেকনো বাডস ৪। ইনটেল-ভিত্তিক যেকোনো টেকনো ল্যাপটপ কিনলে ক্রেতা পাবেন টেকনো ওয়াচ নিও সম্পূর্ণ ফ্রি আর রাইজেন-ভিত্তিক ল্যাপটপ কিনলে থাকছে টেকনো বাডস ৪ ফ্রি।

হাই-পারফরম্যান্স ল্যাপটপ ও প্রিমিয়াম এক্সেসরিজ খুঁজছেন এমন দর্শনার্থীদের জন্য টেকনো নিয়ে এসেছে চারটি চমৎকার মেগাবুক মডেল। মেগাবুক কে১৫এস এএমডি মডেলটির দাম ৫৩,৫০০ টাকা, এতে রয়েছে এএমডি রাইজেন™ ৫ ৭৪৩০ইউ প্রসেসর, এএমডি রেডিয়ন™ গ্রাফিক্স, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি, অল-মেটাল ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ৭০ ওয়াট পার আওয়ার ব্যাটারি সাথে ফ্রি টেকনো বাডস ৪।

অতি হালকা ল্যাপটপ চাইলে মেগাবুক কে১৬এস এএমডি হতে পারে দারুণ পছন্দ। ৫৮,৫০০ টাকার এই মডেলেও রয়েছে এএমডি রাইজেন™ ৫ ৭৪৩০ইউ প্রসেসর, এএমডি রেডিয়ন™ গ্রাফিক্স, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি এসএসডি যা অল-মেটাল, পাতলা ও হালকা ডিজাইনের সাথে ফ্রি টেকনো বাডস ৪।

পাওয়ার ইউজারদের জন্য রয়েছে মেগাবুক টি১ ১৫. ৬ ১৩তম জেন, যা তার সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ল্যাপটপ। এতে আছে ১৩তম জেনারেশনের ইনটেল® কোর™ আই৯ প্রসেসর, ৩২ জিবি র‍্যাম, ১ টেরাবাইট এসএসডি এবং মাত্র ১৪.৮ মিমি পাতলা ন্যানো অ্যালুমিনিয়াম অ্যালয় বডি যার দাম ৮৯,৯০০ টাকা এবং ফ্রি টেকনো ওয়াচ নিও।

অন্যদিকে যারা পোর্টেবল ল্যাপটপ চান, তাদের জন্য রয়েছে মাত্র ৯৯৯ গ্রাম ওজনের মেগাবুক টি১৪ এয়ার। এতে ব্যবহার করা হয়েছে ইনটেল® কোর™ আই৫ ১৩৩৪ইউ প্রসেসর, ইনটেল® আইরিস® এক্সই গ্রাফিক্স, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি এসএসডি। ৬৮,৫০০ টাকায় পাওয়া যাবে এই মডেলটি সাথে ফ্রি টেকনো ওয়াচ নিও।

উদ্ভাবন ও ডিজাইনের জন্য টেকনোর মেগাবুক সিরিজ ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি মেগাবুক এস১৪ পেয়েছে আইএফএ ২০২৫–এ মর্যাদাপূর্ণ ‘আইএফএ গ্লোবাল প্রোডাক্ট টেকনোলজি ইনোভেশন অ্যাওয়ার্ড’, যা বিশ্বের অন্যতম প্রভাবশালী কনজিউমার ইলেকট্রনিক্স ট্রেড ফেয়ার। এছাড়া মেগাবুক টি১ ২০২৩ সালে জিতেছে ‘রেড ডট প্রোডাক্ট ডিজাইন অ্যাওয়ার্ড’। এসব অর্জন টেকনোর বৈশ্বিক বাজারে ফাংশনালিটি, গুণগত মান ও নান্দনিক ডিজাইনের সমন্বয়ের প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

টেকনোর পণ্য ও সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এর অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.tecno-mobile.com/bd টেকনোর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ফলো করুন টেকনো বাংলাদেশ-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.