শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
শেষ হচ্ছে আইএবি বিল্ড এক্সপো ২০২৫ ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস হাদির ওপর হামলা কারা করেছে, জানালেন আইজি‌পি এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা ঢাকা মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন ——–রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পেঁয়াজ আমদানির অনুমতির পরিমান বৃদ্ধি করা হবে (দৈনিক আইপি দেয়া হবে ২০০ টি করে) ইউএনইএ-৭ এ বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দিল বাংলাদেশ বাংলাদেশের নদী কেন্দ্রীক পর্যটনের অপার সম্ভাবনার বিষয়টি কূটনৈতিকদের সামনে তুলে ধরেন ——উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৬১ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

আজ(বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সম্মানে এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মক্ষেত্রে গতিশীলতা, সেবার মানোন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নে তাঁর কর্মদক্ষতা, নেতৃত্ব ও অঙ্গীকারকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, আজকে বিদায় অনুষ্ঠান নয়, কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও জনবান্ধব করতে উপদেষ্টা আসিফ মাহমুদ যে দিকনির্দেশনা ও তত্ত্বাবধান প্রদান করেছেন, তা মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে নতুন গতি ও স্বচ্ছতা এনেছে। এছাড়াও উপদেষ্টার নেতৃত্ব ও বিচক্ষণতায় স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, প্রকল্পের গতিশীলতা এবং স্থানীয় পর্যায়ে সেবা সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হয়েছে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আসিফ মাহমুদ শুধুই একজন উপদেষ্টা নয়, একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। উপদেষ্টার ক্যারিশমাটিক লিডারশীপ এবং ফটোজেনিক মেমোরি যা কর্মক্ষেত্রে প্রতিটি কাজে পরিলক্ষিত হয়েছে। ভবিষ্যতে উপদেষ্টাকে আরো বড় কোনো পদে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,
“এই দুই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, আন্তরিকতা এবং সহযোগিতা আমার কাজকে সহজ করেছে। দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধির যে প্রচেষ্টা আমরা একসঙ্গে চালিয়েছি, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমার প্রত্যাশা।” সকল কর্মকর্তার প্রতি উপদেষ্টা বলেন, আপনাদের ১ টি সিদ্ধান্ত অসংখ্য মানুষের ভাগ্য নির্ধারিত হয়৷ সকলকে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। তিনি সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.