শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম
সাধারণ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫

দেশে আর একটা লাশ পড়লে দুইটা লাশ ফেলতে হবে ওপারে : নুর

মোঃ সিকান্দার আলী / ২০৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

নুর বলেছেন, বিএসএফ আমাদের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে। তারা শূন্যরেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলের পাঁয়তারা করছে। আমাদের পরিষ্কার বার্তা, বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে দখল করতে দেব না।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নুরুল হক নুর বলেন, ভারতের পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ ও শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকে নিয়ে ভারত অশুভ খেলা শুরু করেছে। আমি বলতে চাই আপনার এ খেলা বন্ধ করেন। অন্যথায় আপনাদের জন্য সেটি শুভ হবে না। আমি সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী এলাকার মানুষদের দ্রুত সামরিক ট্রেনিং দেন। তারা বিজিবির সঙ্গে সীমান্তে ভারতের দখলদারিত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে।

তিনি বলেন, আমাদের দেশে আর একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফেলতে হবে। দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না বন্ধুত্ব চাই। আমরা খারাপ সম্পর্ক চাই না, ভালো সম্পর্ক চাই। আপনাদের আচরণে বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত আসে এমন কোনো বক্তব্য এবং কর্মকান্ড থেকে আপনাদের বিরত থাকতে হবে।

নুরুল হক নুর বলেন, দেশে কবে নির্বাচন হবে, কারা ক্ষমতায় আসবে, কারা রাজনীতি করবে সেটি দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ বিদেশি কোনো রাষ্ট্র দ্বারা নির্দেশিত বা নিয়ন্ত্রিত হবে না।

গণঅধিকার পরিষদের উচ্চতর নির্বাহী পরিষদের সদস্য হানিফ খান সজীবের সভাপতিত্বে সভায়  আরও বক্তব্য দেন সংগঠনের মুখপাত্র ফারুক খান, সংগঠক মাসুদ রানা মোন্নাফ, ইব্রাহিম খোকন, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *