শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি র

আলী আহসান রবি / ১৯৬ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক এ পর্যন্ত অনুষ্ঠিত সভার সংখ্যা: ০৫ (পাঁচ)টি
• অদ্য ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়
• বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা-৩২ টি (যার মধ্যে ১টি ২ বার লেখা হয়েছে)
• অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬ টি (এ ১৬ টির বিপরীতে ঋণ ১২০০০ (বার হাজার) কোটি টাকা
• লে-অফকৃত প্রতিষ্ঠান: ১২ টি
• চলমান ফ্যাক্টরি: ০৩ টি- বেক্সিমকো এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটিড, বেক্সিমকো পিপিই লি., আর আর ওয়াশিং লি:
• ৩২ টি ফ্যাক্টরির মোট ঋণ: ২৯,৯২৫ কোটি টাকা
• বেক্সিমকো লিমিটেড এর মোট ঋণ: ৪০,০০০ কোটি টাকারও বেশি
• জনতা ব্যাংকের ঋণ: ২৩,২৮৫ (তেইশ হাজার দুইশত পঁচাশি) কোটি টাকা
• সরকার কর্তৃক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক-কর্মচারিদের ০৩ (তিন) মাসের বকেয়া বেতন সংস্থান করা হয়েছে যার পরিমাণ নিম্নরূপ:

ক) সেপ্টেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৫৫ (পঞ্চান্ন) কোটি টাকা;
খ) নভেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৫৮.৬৭ (আটান্ন দশমিক সাতষট্টি) কোটি টাকা
গ) ডিসেম্বর/ ২০২৪ মাসের বকেয়া বেতন বাবদ ৪৯.৭৬ (উনপঞ্চাশ দশমিক ছিয়াত্তর) কোটি টাকা;
ঘ) জানুয়ারি/ ২০২৫ এর বেতন উপদেষ্টা পরিষদের পরবর্তী সিদ্ধান্তের আলোকে প্রদান করার প্রস্তুতি রয়েছে।

এছাড়াও আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার নিম্নরূপ সুদমুক্ত ঋণ প্রদান করেছে:
(ক) অর্থ বিভাগ কর্তৃক ৫০ (পঞ্চাশ) কোটি টাকা;
(খ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল হতে ১০ (দশ) কোটি টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
• অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪ হতে অদ্যাবধি সরকার কর্তৃক মোট ২২৩.৪৩ (দুইশত তেইশ দশমিক তেতাল্লিশ) কোটি টাকা প্রদান করা হয়েছে।
• মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক বেক্সিমকো গ্রুপের ৩টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ স্থগিত করা হয়েছে।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র ষষ্ঠ সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়:

১. বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের লেঅফকৃত কোম্পানিগুলো কর্তৃপক্ষ বন্ধ করবে। শ্রম আইনের অধীনে শ্রমিকদের আইনানুগ পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে কর্তৃপক্ষ পরিশোধ করবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

২. বেক্সিমকোর লেঅফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা টিভি স্ক্রলে প্রেরণের ব্যবস্থা না করায় অর্থাৎ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় রিসিভারকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক।

৩. রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

৪. বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের মধ্যে ঋণপ্রদানকারী জনতা ব্যাংকসহ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কীসের ভিত্তিতে বা কী কী ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে এবং অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে foreignsic audit সহ ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।

৫. বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বিষয়ে আগামী রোববার, BSEC, FID এবং সংশ্লিষ্ট ব্যাংকসহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর লি. এর বন্ধকীকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
6.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *