শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

বাংলাদেশের শিক্ষা ও উদ্ভাবন খাতে পরিবর্তনের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল এডুকেশন এন্ড ইনোভেশন ডায়লগ – ২০২৫

আলী আহসান রবি / ২৫১ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে গত ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল এডুকেশন এন্ড ইনোভেশন ডায়লগ ২০২৫ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজনটির সঞ্চালনায় আরো ছিলো সিটি ব্যাংক পিএলসি। বাংলাদেশের শিক্ষা ও উদ্ভাবনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং জাতীয় প্রবৃদ্ধির জন্য একটি রূপান্তরমূলক কাঠামো তৈরি করার উদ্দেশ্য নিয়ে এই দিনব্যাপী আয়োজনটি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের একত্রিত করে।

আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুজুরী কমিশনের চেয়ারম্যান, অধ্যাপক এস এম এ ফায়েজ। আয়োজনটির অন্যতম উদ্দেশ্য ছিলো শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে উদ্ভাবনী দক্ষতার অন্তর্ভুক্তি এবং একটি উদ্ভাবনবান্ধব শিক্ষা নীতি কার্যকর করতে প্রয়োজনীয় আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা।

পাঁচটি প্যানেল আলোচনা এবং একটি প্ল্যানেটারি সেশনের সমন্বয়ে অনুষ্ঠিত এই ডায়লগের বিভিন্ন প্যানেলে মূল আলোচ্য বিষয় ছিলো শিক্ষা ব্যবস্থার জন্য একটি কার্যকরি ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, শিক্ষার্থীদের দক্ষতার উন্নয়ন, সামাজিক উদ্ভাবনে গুরুত্বারোপ, এবং উদ্ভাবনীবান্ধব অর্থায়নসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়। এই সেশন গুলোয় বিভিন্ন আলোচনা ও প্রস্তাবনার মাধ্যমে বিশেষজ্ঞরা নির্ধারণের চেষ্টা করেছেন কিভাবে দেশের পাবলিক ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রচেষ্টায় একটি উদ্ভাবনীবান্ধব শিক্ষা নীতি প্রনয়ন করা যায়।

প্রধান অতিথি অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বক্তব্য প্রদানকালে বলেন, “প্রযুক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের শিক্ষা খাতকে রূপান্তরিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যেই রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রকল্পে সাফল্য অর্জন করে বিশ্বব্যাপী তাদের দক্ষতা প্রমাণ করেছে। যেসকল দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটার যথাযথ ব্যবহার করতে পারবে, তারাই ভবিষ্যতের নেতৃত্বে থাকবে। আসুন, আমরা এই রূপান্তর গ্রহণ করি এবং আমাদের তরুণদেরকে বিশ্ব মঞ্চে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করি।”

আয়োজনটিতে অংশগ্রহণ করে অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থীদের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। আমাদের শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অতিরিক্ত কর থেকে অব্যাহতি দেওয়া এবং অবকাঠামো ও গবেষণায় বিনিয়োগ করা প্রয়োজন যাতে আমরা আমাদের যুবসমাজের ক্ষমতায়ন করতে পারি। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের মতো উদ্যোগগুলো জ্ঞান বিনিময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাহসী সংস্কার ও সহযোগিতার মাধ্যমে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারব যা জাতীয় প্রবৃদ্ধি ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করবে।”

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী অর্থনীতিতে রূপান্তর করার যেই প্রচেষ্টায় আমরা সকলেই কাজ করে যাচ্ছি, ন্যাশনাল এডুকেশন এন্ড ইনোভেশন ডায়লগ ২০২৫, সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়ার উদ্যোগকে প্রতিফলিত করে। দেশের শিক্ষা, ব্যবসা, প্রশাসন এবং নীতিনির্ধারকদের একত্রিত করে, আমরা এমন একটি রোডম্যাপ তৈরী করতে চাই যা তরুণ প্রজন্মের জন্য বিভিন্ন উদ্ভাবনী প্রচেষ্টার বাস্তবায়নের মাধ্যমে নতুন নতুন সুযোগ তৈরি করবে এবং জাতি হিসেবে আমাদের উন্নয়নকে তরান্বিত করবে।”

আয়োজনটির বিভিন্ন সেশনে উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন: ইফতেখারুল (ইফতি) ইসলাম, ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস; আজিজ আল কায়সার, চেয়ারম্যান, সিটি ব্যাংক পিএলসি; প্রফেসর আবদুল হান্নান চৌধুরী, ভাইস-চ্যান্সেলর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়; প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান, ভাইস-চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, ভাইস-চ্যান্সেলর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়; স্যামুয়েল মুরসালিন, ডিরেক্টর ইন-চার্জ, এনএসইউ স্টার্টআপস নেক্সট; স্যাম সামদানি, ফাউন্ডার এন্ড সিইও, বিকিউ আলফা ইঙ্ক এন্ড ইন্টারিম সিইও, কোয়ান্টাম সিটি; ফারজানা চৌধুরী, চার্টার্ড ইনসিউরার, এসিআইআই উইকে, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; রাজি আমিন, পার্টনার, এসপেন ক্যাপিটাল সলিউশনস এলএলসি; ড. সৈয়দ মুনতাসির মামুন, ডিরেক্টর জেনারেল, (ট্রেড, ইনভেসমেন্ট এন্ড টেকনোলজি), পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; সাব্বির নাসির, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই লজিসটিকস লিমিটেড (স্বপ্ন); মোহাম্মদ ওলি আহাদ, ম্যানেজিং ডিরেক্টর, ইন্টেলিজেন্ট মেশিনস; মোহাম্মদ ফেরদৌস ইউসুফ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, বিকাশ লিমিটেড; ড. নাজলী সিদ্দিকী, ডিরেক্টর, এমবিএ। ইএমবিএ প্রোগ্রামস, নর্থ সাউথ ইউনিভার্সিটি; মেরিয়াম ওয়াই, কনসালট্যান্ট, ইউনিটাস গ্লোবাল অ্যাডভাইজরি; মুদাসসার আহমেদ, ম্যানেজিং পার্টনার, ইউনিটাস কমিউনিকেশনস; নওশাদ মুস্তাফা, ডিরেক্টর (এসএমইএসপিডি) বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বিশিষ্ট বক্তারা।

ন্যাশনাল এডুকেশন এন্ড ইনোভেশন ডায়লগ ২০২৫ শিক্ষার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করে দেশের শিল্প খাতকে উদ্ভাবনের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয় আলোচনা সৃষ্টির একটি ক্ষেত্র তৈরী করেছে। অর্থবহ আলোচনা এবং প্রমাণ-ভিত্তিক সুপারিশের মাধ্যমে এই সংলাপ বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের নতুন সুযোগ উন্মোচনের জন্য ভিত্তি স্থাপন করেছে।

ন্যাশনাল এডুকেশন এন্ড ইনোভেশন ডায়লগ ২০২৫ আয়োজিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে। আয়োজনটির সঞ্চালনায় আরো ছিলো সিটি ব্যাংক পিএলসি। সাপোর্টেড বাই পার্টনার-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং নলেজ পার্টনার এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *