শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

ভুল চিকিৎসায় স্থপতি রাজীবের মৃত্যুর প্রতিবাদে পরিবার ও স্থপতিদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি / ২৪৩ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

স্থপতি রাজীব আহমেদ বুয়েট স্থাপত্য বিভাগের ২০০৩ ব্যাচের সদস্য ও রুফ লাইনার স্টুডিও অফ আর্কিটেকচার এর প্রতিষ্ঠাতা স্থপতি । তিনি গত বছর ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ এ সংশ্লিষ্ট চিকিৎসক ডাক্তার এম ইউ কবীর চৌধুরীর ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে তার পরিবার ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট পৃথক পৃথকভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ অভিযোগ পত্র দাখিল করে । পরবর্তীতে তার পরিবার হাইকোর্টে একটি রিট দাখিল করে । হাইকোর্ট থেকে সংশ্লিষ্ট চিকিৎসক , হাসপাতাল , বাংলাদেশ মেডিকেল এন্ড কাউন্সিল, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুই মাসের মধ্যে রিপোর্ট চেয়ে রুল জারি করা হয় , যা এখনো পর্যন্ত জমা হয়নি ।এক বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু অত্যন্ত হতাশা জনক ভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এবং হাইকোর্টের কোন দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি । উল্লেখ আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ এ স্থপতি রাজীব আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকীর দিন তার পরিবার, বন্ধুজন এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এই ঘটনার প্রতিবাদে পান্থপথে ডাঃ এম ইউ কবীর চৌধুরীর চেম্বারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করে অবস্থান নেন। তারা মনে করেন এর সুষ্ঠ তদন্ত ও সুবিচার দেশের চিকিৎসা ক্ষেত্রে বর্তমান অরাজক অবস্থা সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *