শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম
সাধারণ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫

তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

মোঃ সিকান্দার আলী / ২৯৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে হবে।

আজ(বুধবার) সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, সারাদেশে প্রায় দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়েছে যারা আজ আনুষ্ঠানিকভাবে শেষ দিন। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪০০০-এর অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি বিভাগ, জেলা-উপজেলার স্কুল,কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে।

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব মূলত তরুণদের শক্তির ইতিবাচক ও সৃজনশীল প্রদর্শনী। জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি দেশের জন্য তরুণরা নির্দ্বিধায় জীবন দিতে পারে। তারুণ্যের উৎসবের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি তরুণরা দেশ পুনর্গঠনে তাদের সৃজনশীলতা, মেধা ও যোগ্যতার মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করতে পারে।

অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে সংস্কার কার্যগুলোতে যদি তরুণদের সক্রিয় অংশগ্রহণ থাকে তাহলে বাংলাদেশ দীর্ঘসময় এর সুফল ভোগ করবে। জুলাই অভ্যুত্থানে তরুণরা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, যেভাবে মৃত্যুকে উপেক্ষা করে বুকের সামনে বুলেট পেতে নিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়তে আপনারা সেই একইভাবে সরকারের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *