সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে –তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকার টঙ্গী এলাকা হতে ইতালিতে পাচারকালে টাওয়ালের মধ্যে বিশেষ কায়দায় (Chemical Impregnation) লুকায়িত অবস্থায় ৬.৪৪ কেজি ভয়ংকর মাদক কিটামিন জব্দ এবং চাঁদপুর ও ফরিদপুর হতে ২ জন আসামি গ্রেপ্তার। উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে: শিল্প উপদেষ্টা ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার বিজিবি’র অভিযানে আগস্ট-২০২৫ মাসে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান র্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এর নতুন সভাপতি তিউনিসিয়া ও নতুন নির্বাহী পরিচালক নাইজেরিয়ার ড. জোসেফ

বিস্ফোরক দ্রব্য প্যাকিংয়ের সময় বিস্ফোরণে নিহত ৬ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক- / ৩০৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

ভারতের নাগপুরের ধামনায় একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই নারী।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে শ্রমিকরা বিস্ফোরক প্যাকিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নাগপুর শহর থেকে ২৫ কিলোমিটার দূরে হিঙ্গনা থানার অন্তর্গত ধামনা গ্রামে চামুন্ডি এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেডে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, শ্রমিকরা যখন বিস্ফোরক প্যাক করছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। শ্রমিকদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এনসিপি-এসসিপি নেতা অনিল দেশমুখ জানান, ধামনা গ্রামের কাছে একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনাটি ঘটেছে বিকেলে। ইউনিটের ম্যানেজার ও মালিক পলাতক রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরক বিভাগের একটি দল এখানে রয়েছে এবং আরও তদন্ত চলছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গে এই ধরনের বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। গত ২৩ মে থানে জেলার ডোম্বিভলি শিল্পাঞ্চলে বয়লার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ৫৬ জন গুরুতর আহত হন। অন্য একটি ঘটনায় ১৮ জানুয়ারি থানেতে একটি রাসায়নিক কারখানায় ধারাবাহিক বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয় এবং চারজন আহত হন। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়।

এবার নাগপুরে ঘটল এমন ঘটনা। বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *