শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

Dialogue on ADR in labour – Related Disputes’’ শীর্ষক সংলাপে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টার অংশগ্রহণ

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১৩৭ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত বলেছেন, ADR বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। ADR ইস্যু বাংলাদেশে নতুন নয়। গ্রাম্য সালিসি আদালত হিসেবে বাংলাদেশে অনেক আগ থেকেই পরিচিত। ADR ইস্যুতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সাথে আলোচনা করা হচ্ছে। আইএলওকে আমরা আশ্বস্ত করছি যে, বাংলাদেশ শ্রম আইন (বিএলএ), ADR-এর ভিত্তি স্থাপন করেছে এবং শ্রম আদালতের উপর চাপ কমানোর জন্য ADR এর কাঠামোগত পরিবর্তন করা হবে।

উপদেষ্টা আজ দুপুরে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপদেষ্টা বলেন, শ্রম সেক্টরে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের কর্মশালা শ্রম বিরোধ নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রম অসন্তোষ নিরষনে কাজ করছে।সম্প্রতি শ্রম আইন সংশোধন সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ(টিসিসি) এর এক সভায় প্রায় ৫ ঘণ্টা শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং সরকারী অন্যান্য স্টেকহোল্ডারের পরামর্শ গ্রহণ করা হয়েছে। যার ভিত্তিতে শ্রম আইন সংশোধনের খসড়া করা হচ্ছে।

এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান কর্মশালায় বলেন,
শিল্প বিরোধ নিষ্পত্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। যেখানে শ্রমিক অসন্তোষ হয় সেখানে শ্রম পরিদর্শক যাচ্ছে এবং বিরোধ নিষ্পত্তিতে কাজ করছে। ১৩ টি শ্রম আদালতের পাশাপাশি ময়মনসিংহে একটি শ্রম আদালত এর কার্যক্রম শুরু করা হবে।

এসময় আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিয়ানিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ট্রেজারার ও ভাইস চ্যান্সেলর, শিক্ষকবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *