শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
আমি বিনা তুমি শুন্য
আমার ছায়ায় ধরনীর বুক পূর্ণ।
আমি শীতল করি তোমার ক্লান্ত কায়া,
তবু আমার প্রতি হয় না তোমার মায়া।
আমি দিয়ে যাই তোমায় শীতল হিম হাওয়া
আমার রসেই তোমার রোগের দাওয়া।
শৈশবে তুমি আমার পিঠে চড়ো
বড় হয়ে তুমি আমায় উজাড় করো!
তুমি পাগলের মতো লেগেছো আমার পিছু
আদৌ কি আমার করতে পেরেছো কিছু?
তুমি বারবার করেছো আমার অস্তিত্বের বিনাশ
কখনো ভেবেছো আমার তরে তোমার সর্বনাশ?
আমি দিতে পারি সবুজ প্রাণবন্ত জীবন
তেমনি দিতে পারি তোমায় বিভীষিকাময় মরণ।
নগর গড়া যদি হয় তোমার চাওয়া
আমি দিবো তোমায় দগ্ধ মরুর হাওয়া।
আমি আনবো সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণি ঝড়
ভেঙে ফেলবো বিশ্বের যতো দালান কোঠার ঘড়।
আমি ভাসিয়ে দিবো তোমার স্বপ্নের শহর
সেদিন বেশি দূর নয় আছে কয়েকটি প্রহর।
শীতে তোমায় কাবু করবো গরমেও নেই ছাড়
কর তোরা দেখি কতো পারিস আমায় উজাড়।
প্রকৃতি মাতার স্নেহ দেখেছিস, দেখেছিস ভালোবাসা
কুৎসিত মনের মানবজাতি এখন দেখ আমার রঙ তামাশা।