মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম
HS Code অথবা পণ্যের বর্ণনায় ভিন্নতা স্বত্তেও বন্ডেড প্রতিষ্ঠানের মালামাল খালাসের জন্য নির্দেশনা এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কারণে ১৩ টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে – শিল্ল উপদেষ্টা ১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ নেপালে আটকে থাকা বাংলাদেশিদের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ২০২০ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের তথ্যের ওপর ভিত্তি করে তুলনামূলক সার্বিক চিত্র দেওয়া হলো সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে (ডিবি) কপ-৩০ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের তরুণদের ২৬ দফা দাবি-সংবলিত জলবায়ু সনদ প্রকাশ

আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত; জামাত শেষে সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে মেলা। – স্থানীয় সরকার উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ৪৮ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ” সম্মিলিতভাবে ঈদকে উদ্‌যাপনের লক্ষ্যে আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরতান মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত; সুলতানী আমলের মতো ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি থাকবে ঈদ মেলা।”

আজ(রবিবার) নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বুড়িগঙ্গা হলে “আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা” শেষে উপদেষ্টা তাঁর অফিসকক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের কথা মনে পড়ে? সুলতানী আমল এর ঐতিহ্যকে ধারণ করে এবারের ঈদটা উদযাপিত হোক নতুনভাবে। শুধুমাত্র ব্যক্তি কিংবা পরিবার কেন্দ্রিক ঈদ আনন্দ না হয়ে, এবারের ঈদ কাটুক সমবেতভাবে। উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদ্‌যাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।

এছাড়াও ঈদের জামাত শেষে ঈদকে আরো প্রাণবন্ত করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা উল্লেখ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে এই ঈদ আনন্দ র‍্যালি, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব না হলেও আগামীতে সারাদেশে একযোগে এমন ঈদ আনন্দ উদযাপনের কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবারের মতোই প্রধান জামাত হবে; পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধানে আরেকটি ঈদ জামাতসহ আনন্দ উদ্‌যাপন নতুন আঙ্গিকে পালন করা হবে।

প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-

মোঃ সালাউদ্দিন
জনসংযোগ কর্মকর্তা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *