রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়ন সহযোগিতার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গভর্নমেন্ট টু পাবলিক (জিটুপি) পদ্ধতিতে সরাসরি চা শ্রমিকের হাতে নগদ অর্থ যাওয়ার কথা থাকলেও তা চলে গেছে ইউপি চেয়ারম্যানের হাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনায় অর্থ বিতরণের ভিডিও।
জানা যায়, সমাজসেবা অফিস সূত্রে প্রকৃত দুস্থ চা-শ্রমিকদের শনাক্ত করে সমাজসেবা অধিদপ্তর নীতিমালা অনুসরণ করে প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই কার্যক্রমে জিটুপি পদ্ধতিতে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সরাসরি চা শ্রমিকের অ্যাকাউন্টে প্রদান করা হয়। অনুদান প্রাপ্তব্যক্তি এককালীন নগদ ৫ হাজার টাকা পাবেন।
সরাসরি বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পদ্ধতি চালু থাকলেও মৌলভীবাজার জেলার সদর উপজেলায় পুরাতন পদ্ধতিতে ব্যাংক এশিয়ার এজেন্টের মাধ্যমে টাকা প্রদান করা হয়। এই পদ্ধতিতে সংশ্লিষ্ট এজেন্ট গ্রাহকের নগদ অর্থ প্রদান করেন ফিঙ্গার প্রিন্ট নিয়ে ।