শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম
জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন; অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড ১০০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্ট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ বাংলাদেশ ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবে’ কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি– উপদেষ্টা শারমীন এস মুরশিদ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে “বিপ্লবী” পোর্টেবল এআই আল্ট্রাসাউন্ড ডিভাইস চালু করার পরিকল্পনা

৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ

মোঃ সিকান্দার আলী / ৪২ পাঠক
প্রকাশকাল শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ৩২.৬০ টন রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মানিক মিয়া (৩৫) ও ২। দুলাল মিয়া (৫৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১২:১৫ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জ গামী মস্তুল ফুট ওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাতে লরি চালক মো: পারভেজ (২৪) খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় যে, অনুমান ০০.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তাদেরকে মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল হতে রড বোঝাই করে টঙ্গি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের ডিপোতে নিয়ে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়ে। সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের চৌকস টহল দল রডসহ ট্রাকটি উদ্ধার করতে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয় টহল পুলিশ। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরো দুজন পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক আরো দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

খিলক্ষেত থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরাসহ ছিনতাই হওয়া লরি চালক ও হেলপারের সাথে ছিনতাইকারীদের হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *