বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাসেল (২৮), ২। স্বপন (২৫), ৩। রাকিব (২২), ৪। ইসমাইল (৩০), ৫। রিয়াজ(৩২), ৬। মারুফ (২২), ৭। সিয়াম (২১), ৮। আরিফ (২৬), ৯। শারমিন আলম (৪৩), ১০। কিবরিয়া (২২) ও ১১। জাকির (৩৮)।
মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ছিনতাইকারী, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।