বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম
পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য —পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত স্থানীয় সরকার উপদেষ্টার সম্মানে মন্ত্রণালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে জাতিসংঘের পরিবেশ অধিবেশনে প্লাস্টিক দূষণ বন্ধে বাংলাদেশ আরও শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। ঢাকা এবং ক্যানবেরা শক্তিশালী অংশীদারিত্বের জন্য অঙ্গীকার করেছে

বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৬৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আল কামাল শেখ ওরফে কামাল (১৯) ২। আলভী হোসেন জুনায়েদ (১৯) ও ৩। আল আমিন সানি (১৯)।

সোমবার (২১ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৫ বিকেল আনুমানিক ০৪:৪০ ঘটিকায় বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ ও তার বন্ধু মোঃ তরিকুল ইসলামের উপর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার উপর কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরবর্তীতে হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ এপ্রিল ২০২৫ খ্রি. জাহিদুল ইসলাম পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা উক্ত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে উক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হামলার ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *