বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
আংশিক রপ্তানিকারকদের জন্য শীঘ্রই ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা প্রদান মহানবী (সা) এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে -ধর্ম উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা খাদ্য উৎপাদনের সাথে জড়িত কৃষক ও জেলেদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান HS Code অথবা পণ্যের বর্ণনায় ভিন্নতা স্বত্তেও বন্ডেড প্রতিষ্ঠানের মালামাল খালাসের জন্য নির্দেশনা এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কারণে ১৩ টি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল আলজেরিয়ায় বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত দেশের জিডিপিতে প্রায় ত্রিশ শতাংশ অবদান রাখছে – শিল্ল উপদেষ্টা ১৬০০ লিটার নকল মবিলসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহবান বাণিজ্য উপদেষ্টার

মোঃ সিকান্দার আলী / ৫৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

দেশের সুবিধা বঞ্চিত কোটি পরিবারের পাশে দাড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়নোর আহবান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ বুধবার (২৩ এপ্রিল ) দুপুরে ঢাকার আর্মি গলফ ক্লাবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত “ট্রেড উইথ টিসিবি” শীর্ষক বিজনেস টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন , পাঁচ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন সেক্টরে যে দূর্বৃত্তায়ন হয়েছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর থেকে মুক্ত ছিলোনা।দেশের বিভিন্ন প্রান্তে ভিজিটকালে তার অনেক প্রমান পেয়েছি।

উপকারভোগী নির্বাচন করতে বিগত সময়ে ব্যাপক অনিয়ম হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকালে জুট মিলের মালিকের টিসিবি কার্ড দেখেছি ,পাঁচতলা বাড়ির মালিকের এবং প্রশাসনে কর্মরতদের বাড়িতে ও তিনটি কার্ড দেখতে পেয়েছি ।

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে গিয়ে দূর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি সেখান থেকে মনে হয়েছে মানুষের মনে সরকারের ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের ওপর যে আস্থা সেটা কখনই কাজ করবেনা যদি যোগ্য লোক দেখে প্রতিদিন তার অধিকার অতিক্রম করছে (বঞ্চিত করছে) দূর্বৃত্তরা এবং এই দূর্বৃত্তায়ন সামাজিকভাবে সামগ্রিকভাবে
আমাদের পিছিয়ে দিচ্ছে।

টিসিবির কার্যক্রমে পরিবর্তন আনার আকাঙ্খা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন , আমার কর্মকালে টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই।

এককোটি পরিবারের জন্য সরকার ১২/১৪ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই টাকার যোগ্য ব্যবহার দেখতে চাই। এটার জন্য যোগ্য উপকারভোগী নির্বাচন করতে চাই এবং একই সাথে এই টাকায় অধিক পণ্য ক্রয় করতে চাই। সেজন্য ব্যবসায়ীদের টিসিবির কাজের সাথে অংশগ্রহণ দেখতে চাই। এর মধ্যে দিয়ে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধি পাবে,মানুষ তার যোগ্য স্থান ফিরে পাবে।

সামগ্রিক প্রচেষ্টার কারনে গত রমজানে বাজার ব্যবস্থা ভালো ছিলো। একটি দূর্বৃত্তায়িত ব্যবস্থা যা অনেক দুর্বৃত্ত তৈরি করেছিলো সেখান থেকে বাজারের যে উত্তরণ তার জন্য অনেক দপ্তর সংস্থা কাজ করেছে অর্থাৎ আমরা একটা সরকার হিসেবে কাজ করেছি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বাজারে প্রতিযোগিতামূলক ব্যবস্থা ও আস্থা তৈরি হয়েছে। দূর্বৃত্তায়িত ব্যবস্থা থেকে আমরা সরে আসতে চাই বলেও যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।স্বাগত বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন টিসিবির ডাইরেক্টর (কমার্শিয়াল) এস এম শাহীন পারভেজ। প্রকিউরমেন্ট প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখেন ডাইরেক্টর (প্রকিউরমেন্ট ও ফিন্যান্স ম্যানেজমেন্ট) মো: আবেদ আলী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে বক্তব্য রাখেন টিসিবির অতিরিক্ত পরিচালক আল-আমীন হাওলাদার।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীবৃন্দ অংশনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *