বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
২ বিভাগ এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাপানি সংসদ সদস্যরা বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতির উন্নতির প্রশংসা করেছেন সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয়, এটি একটি মানবিক অঙ-উপদেষ্টা শারমীন এস মুরশিদ চুরি যাওয়া অর্থ পাচার রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান – প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ান সংস্থা নতুন সম্মেলনের প্রস্তাব করেছে বার্ন ইনস্টিটিউট মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে যান -স্বাস্থ্য সচিব জুলাই আন্দোলনে রোভার স্কাউটের যে ১০ জন শহীদ হয়েছেন তারা মানবতার দূত ছিলেন -শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার মহেশখালী- মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা

কিশোর গ্রেপ্তার, ১২ দিন ধরে কারাগারে আবু সাঈদ হত্যা মামলায়

মোঃসিকান্দার আলী / ২৯৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ১৬ বছর জন্মসনদ অনুযায়ী ১০ মাস। গ্রেপ্তারের পর ১২ দিন যাবত রংপুর কারাগারে বন্দী রয়েছে সে। মামলায় তার বয়স উল্লেখ করেছে ১৯ বছর।

শিশুটি রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির (বিজ্ঞান বিভাগ) ছাত্র। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (প্রশাসন) সেলিম আহমেদ  জানিয়েছেন ছেলেটি তাঁদের প্রতিষ্ঠানের ছাত্র। সে রংপুর কারাগারে বন্দী আছে বলে গতকাল বুধবার জানতে পেরেছেন।

ছেলেটির বাবা রংপুরের পার্কের মোড়ে স্টুডিও ব্যবসা করেন। তিনি গতকাল জানান , আবু সাঈদ নিহত হন ১৬ জুলাই। আর তাঁর ছেলে বাড়ি থেকে বের হয় ১৮ জুলাই দুপুরে। এরপর সে মডার্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে। তিনি শুনেছেন, তাঁর ছেলের পায়ে পুলিশ গুলি করেছে। এ কারণে সে পালাতে পারেনি। ওই দিন রাতে তাঁকে ফোন করে বলা হয়েছিল, তাঁর ছেলে পুলিশি হেফাজতে আছে। পরদিন ছেড়ে দেওয়া হবে। কিন্তু ছেলেটিকে ছেড়ে না দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *