রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
অদ্য ২০ মে ২০২৫ তারিখ বাংলাদেশ সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তরের সভাকক্ষে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সদস্যবৃন্দ এবং বিসিএস (কর) ক্যাডার এবং বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিদের সাথে ‘ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত ড. সালেহউদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়; সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মুহাম্মদ ফাওজুল কবির খান, মাননীয় উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ এবং মোঃ আবদুর রহমান খান এফসিএমএ, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনায় ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি, বিসিএস (কর) ক্যাডার এবং বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডার কর্মকর্তাদের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য এবং মতামত তুলে ধরেন। জারিকৃত অধ্যাদেশ বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন উদ্বেগ, পরামর্শ এবং মতামত গুরুত্বসহকারে শোনা হয়। উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে বিবেচনা করা হবে মর্মে অর্থ উপদেষ্টা মহোদয় আশ্বাস প্রদান করেন।