রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
অসুস্থ জার্নালিজমকে সুস্থ ও সুন্দর করতে হবে—উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ অংশগ্রহণকারী ৯ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর – শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার- উপদেষ্টা শারমীন এস মুরশীদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব — ধর্ম উপদেষ্টা স্বচ্ছ, পক্ষপাতিত্ব-স্বজনপ্রীতি মুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সবাই আমাদের ও দেশের সম্পদ হবে।”* -উপদেষ্টা আসিফ মাহমুদ কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান: কালোধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায় জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন; অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড ১০০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

সংশোধনের আশ্বাস অর্থ মন্ত্রণালয়ের এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ১১৩ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ন রেখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রাজস্ব খাতের প্রশাসন আলাদা করার কাঠামো কীভাবে হবে, তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সব অংশীজনের সঙ্গে আলোচনা করে অধ্যাদেশ সংশোধন করা হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। অচলাবস্থা চলছে সারা দেশের শুল্ক-কর কার্যালয়ে।

এনবিআর এখন রাজস্ব নীতি প্রণয়ন এবং আদায়—দুটো কাজ করে থাকে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে রাজস্ব নীতি প্রণয়ন একটি বিভাগ করবে এবং আদায় করবে আরেক বিভাগ।আজ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় চারটি সিদ্ধান্তের কথা জানিয়েছে। এক, যেহেতু অধ্যাদেশটি প্রয়োজনীয় সংশোধন করে বাস্তবায়ন করার কাজটি অনেক সময়সাপেক্ষ, এনবিআরের সব কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে এবং কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কার্যক্রম সম্পাদন করবেন; দুই, বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে পৃথক্‌করণের প্রশাসনিক কাঠামো কীভাবে প্রণীত হবে, তা এনবিআরসহ গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে; তিন, বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে; চার, কাস্টমস ও কর ক্যাডারের সদস্যদের কোনো পদ-পদবি কমানোর পরিকল্পনা সরকারের নেই; বরং সংস্কারকাজ সম্পাদন হলে তাঁদের পদসংখ্যা বৃদ্ধি পাবে এবং সচিব পদে নিয়োগসহ পদোন্নতির সুযোগ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ এনবিআরে অবসরপ্রাপ্ত দুজন সদস্যের মধ্যস্থতায় দিনব্যাপী দফায় দফায় আলোচনার একপর্যায়ে সমঝোতা প্রস্তাব সম্পূর্ণ মেনে নেওয়ার পরও শেষ মুহূর্তে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ এনবিআরে অবসরপ্রাপ্ত দুজন সদস্যের মধ্যস্থতায় দিনব্যাপী দফায় দফায় আলোচনার একপর্যায়ে সমঝোতা প্রস্তাব সম্পূর্ণ মেনে নেওয়ার পরও শেষ মুহূর্তে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে আজ দুপুরে নিজেদের দাবিদাওয়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জমা দেয় আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল। তাদের চার দফা স্মারকলিপিতে অন্তর্ভুক্ত হয়। দাবিগুলো হলো—জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; এনবিআর চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ; রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ করা; সব শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ অংশীজনদের মতামতের ভিত্তিতে রাজস্ব খাতে সংস্কার করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *