সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় -উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র‍্যাব ২ নূরুল হককে দেখতে ঢামেক হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওরের মৎস্য সম্পদ ক্ষতির সম্মুখীন — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দেশজুড়ে অভিযান: নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা, জরিমানা ও সতর্কীকরণ কার্যক্রম পরিচালিত গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি মোবাইল ফোন শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন

বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা দূষণমুক্তকরণের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ——– পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

মোঃ সিকান্দার আলী / ৫৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার চারপাশের ০৪ টি নদী দখল ও দূষণমুক্তকরণের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। নদীগুলো হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা। তিনি বলেন এবার আমরা বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রাথমিকভাবে তুরাগ নদীকে দখল এবং দূষণমুক্তকরণের কাজটা শুরু করে দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এ লক্ষ্যে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

আজ (বুধবার) রাজধানী ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় জাতীয় চিত্রশালার ৭-গ্যালারী মিলনায়তনে জাতীয় নদী দিবস ২০২৫
উপলক্ষ্যে নদী কেন্দ্রীক স্বেচ্ছাসেবী সংস্থা নোঙ্গর ট্রাস্টের আয়োজনে ‘জীবন নদী’ সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ওপর এক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, নদীর মধ্যে থাকা অবৈধ দখল উচ্ছেদ, ড্রেজিং করার পাশাপাশি নদীর সীমানা চিহ্নিত করতে হবে ও দূষণমুক্ত করতে হবে এবং সেখানে শিল্প মালিকদের সাথে কথা বলে তাদের কর্মকান্ড যেন নিয়ন্ত্রণ করা যায়, ঠিকমতো মনিটর করা যায় সেজন্য পরিবেশ অধিদপ্তরে সক্ষমতা বাড়াতে হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, বাংলাদেশটা আসলে বাঁচবেই না যদি নদীগুলো আমরা না বাঁচাই। তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর পরই অল্প সময়ের মধ্যে যেটা করেছিলাম সেটা হচ্ছে ঢাকা শহরের ১৯ টা খাল দখল ও দূষণমুক্তকরণের লক্ষ্যে কর্ম পরিকল্পনার মাধ্যমে স্বল্প ব্যয়ে ড্রেজিং করানোর কাজটা শুরু করেছিলাম। এটা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় ওয়ারপো, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ মিলে একটা কর্ম পরিকল্পনা করে কাজগুলো শুরু করে দিয়েছি আমরা। ঢাকা শহরে যেন জলাবদ্ধতা এবার কম হয়, কোনো কোনো জায়গায় যেন না ই হয় আমরা তার জন্য কাজ করে যাচ্ছি।

উপদেষ্টা বলেন, আমরা ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রশাসকদের কাছ থেকে রেকর্ড অনুযায়ী নদীর তালিকা নিয়েছি এবং সেটি প্রকাশ করা হয়েছে।
এছাড়া ৬৪ জেলা হতে ৬৪ টি নদী দখল ও দূষণমুক্তকরণের তালিকা করা হয়েছে। কিন্তু তার মধ্য থেকে আমরা ১১ টি নদী আলাদা করে নিয়েছি যেগুলোর আমরা বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করে দেয়ার চেষ্টা করব।

উপদেষ্টা আরও বলেন এই ধরনের প্রদর্শনী মাধ্যমে মানুষকে আরও বেশি নদীকেন্দ্রীক, আরো বেশি পরিবেশ কেন্দ্রীক করা যাবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, মানুষ যখন নদীর রক্ষায় জেগে উঠবে তখন সরকারের পক্ষেও বেশিদিন নিষ্ক্রিয় থাকা সম্ভব না।

পরে, উপদেষ্টা জাতীয় নদী দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘ জীবন নদী’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্রকর্মের প্রদর্শনীর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং চিত্রকর্ম পরিদর্শন করেন। এছাড়া তিনি জাতীয় নদী দিবস উপলক্ষে নদী কর্মীদের অংশগ্রহণে জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে এক সাইকেল র‍্যালীর শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নোঙ্গর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান পিএইচডি,হাওর অঞ্চলবাসী সংগঠনের প্রধান সমন্বয়ক জাকিয়া শিশির, সাকুরা স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম আহমেদ রিপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *