শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন। ——উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মোঃ সিকান্দার আলী / ১৫১ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা প্রতিবারের মতো এবারও এ আয়োজনে সকল ফটোসংবাদিক সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের প্রদর্শনী আগামী দিনের স্মৃতি। ফটো সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তাদের ক্যামেরা ফ্রেমে বন্দি করে থাকেন, যা দেশ ও জাতি তথা ইতিহাসের মূল্যবান সম্পদ। যুদ্ধ-বিগ্রহ, আনন্দ- উৎসব এবং প্রাকৃতিক বিপর্যয়সহ নানা ঘটনা ও বিষয়ের ছবি তাদের তুলে ধরতে হয়। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন।

উপদেষ্টা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা নতুন সমাজের যে সত্যের প্রতি নিষ্ঠা, অন্যায়ের প্রতি যে প্রতিবাদ এটা কিন্তু বাংলার রূপ। তিনি বলেন, যুগে যুগে আমরা কিন্তু এই রুপটাকে ধারণ করার চেষ্টা করি। আমাদের হাত থেকে বাংলার রূপ যখন ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেই স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আবার সংগ্রাম করি, আমরা আবার খুঁজে বেড়াই আমার গণতন্ত্র, আমার সমতা, আমার ন্যায্যতা। বারবার এই যুদ্ধের মধ্য দিয়ে সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সাথে আপনারাও সেই ফিরিয়ে আনা সংগ্রামের সৈনিক।
তিনি আরো বলেন, ফটো জার্নালিস্টদের মাধ্যমে প্রচার হয়ে থাকে গ্রাম বাংলার সৌন্দর্য্য ,রূপ, ঐতিহ্য, প্রকৃতির দৃশ্য যা আগামী প্রজন্মকে জানতে সাহায্য করে। পাশাপাশি আমি আশা করি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সমকালীন আলোকচিত্রের বিকাশ ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সহ-সভাপতি মশিউর রহমান সুমন , মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *