রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ স্লোগানে পালিত হবে এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর প্রতিপাদ্য ও স্লোগান স্ক্রল আকারে বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ইলেকট্রনিক মিডিয়ায় জনস্বার্থে বিনা খরচে ৪-৫ জুন ২০২৫ তারিখ প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫, এ বছরের প্রতিপাদ্য- ‘প্লাস্টিক দূষণ আর নয়’; স্লোগান- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন ২০২৫ তারিখে সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ২৫ জুন ২০২৫ তারিখ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন করা হবে। অনুষ্ঠানটি রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
তিনি ঐদিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন। এছাড়াও, তিনি, অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক বিতরণ করবেন।