মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
কর্মবিরতি সহ পুলিশে সংস্কারের দাবিতে সব কর্মসূচি প্রত্যাহার করেছেন পুলিশের আন্দোলনরত সদস্যরা। সোমবার (১২ আগস্ট) থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।
তারা গণমাধ্যমে জানান, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দর ভাবে ফিরবেন নিজ নিজ দায়িত্বে।