বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম
২ বিভাগ এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাপানি সংসদ সদস্যরা বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতির উন্নতির প্রশংসা করেছেন সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয়, এটি একটি মানবিক অঙ-উপদেষ্টা শারমীন এস মুরশিদ চুরি যাওয়া অর্থ পাচার রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান – প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ান সংস্থা নতুন সম্মেলনের প্রস্তাব করেছে বার্ন ইনস্টিটিউট মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে যান -স্বাস্থ্য সচিব জুলাই আন্দোলনে রোভার স্কাউটের যে ১০ জন শহীদ হয়েছেন তারা মানবতার দূত ছিলেন -শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার মহেশখালী- মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা

ডিএসসিসি ও ডিএনসিসি এলাকায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

মোঃ সিকান্দার আলী / ৩৮ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন

আজ(শনিবার) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন। প্রথমে তিনি ডিএসসিসির আওতাধীন কলাবাগান শিশু পার্ক সংলগ্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং পরে ডিএনসিসির আওতাধীন আগারগাঁও বিজ্ঞান যাদুঘরের পাশের এসটিএস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ। আগামী ১২ ঘন্টার (আজ রাত ১২টা ) মধ্যে সিটি কর্পোরেশন এর সকল বর্জ্য অপসারণ সম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং নগরবাসীর দায়িত্ববোধের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ মাহমুদ। সেবা কার্যক্রমে যুক্ত প্রত্যেক পরিচ্ছন্নতা যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে তাদের জন্য বিশেষ খাবার ও প্রণোদনার কথাও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এই ঈদে কেবল পশু নয়, কোরবানি হোক অবহেলারও। পরিচ্ছন্নতা হোক ঈমানের অংশ—কাজ হোক সবাই মিলে।

পরিদর্শনস্থলে স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *