মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
ড. ইনূসের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমীর
প্রত্যাহার করতে হবে বিগত সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা
বৈঠক শেষে ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাংবাদিকদের ব্রিফ করেন ড. শফিকুর রহমন সারাদেশে বিগত সরকারের শাসনামলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, সারাদেশে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত সরকারের শাসনামলে দায়েরকৃত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারের ব্যবস্থা করতে হবে।