বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম
২ বিভাগ এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাপানি সংসদ সদস্যরা বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতির উন্নতির প্রশংসা করেছেন সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয়, এটি একটি মানবিক অঙ-উপদেষ্টা শারমীন এস মুরশিদ চুরি যাওয়া অর্থ পাচার রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান – প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ান সংস্থা নতুন সম্মেলনের প্রস্তাব করেছে বার্ন ইনস্টিটিউট মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে যান -স্বাস্থ্য সচিব জুলাই আন্দোলনে রোভার স্কাউটের যে ১০ জন শহীদ হয়েছেন তারা মানবতার দূত ছিলেন -শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার মহেশখালী- মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা

স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।

আলী আহসান রবি / ৮০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আইএলও, ইউনিসেফ, এডুকো, ওয়ার্ল্ডভিশন ও সেভ দা চিলড্রেনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে বাংলাদেশে প্রতিবছর ১২ জুন ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করা হয়ে থাকে। এ বছর ১২ জুন ২০২৫ সরকারি ছুটি থাকায় বাংলাদেশে দিবসটি ১৯ জুন ২০২৫ তারিখে উদ্যাপন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য হল “স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি।”

বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে ঝুঁকিপূর্ণসহ সকল ধরনের শিশুশ্রম নিরসনে অঙ্গীকারবদ্ধ।

ইতোমধ্যে সরকার আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুসমর্থন এবং শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২০২৫ প্রণয়নসহ বিভিন্ন নীতিগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করেছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে নিম্নবর্ণিত কার্যক্রম নেওয়া হয়েছে।

> শিশুশ্রম প্রতিরোধ বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার মুদ্রণ এবং বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

> বিটিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, চ্যানেল আই, ডিবিসি টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, একুশে টেলিভিশন ও নিউজ২৪সহ বিভিন্ন চ্যানেলে টকশো আয়োজন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

> বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে দিবসটির এবারের বাংলা স্লোগান ক্ষুদেবার্তা আকারে বিটিআরসির মাধ্যমে প্রচার করা হয়েছে।

> টিভিসি ও ডকুমেন্টারি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে।

> বিভিন্ন উন্নয়ন সহযোগী জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্ব শিশুশ্রম দিবস ২০২৫ উপলক্ষ্যে সচেতনতা বিষয়ক কর্মসূচি আয়োজন করা হবে।

> শ্রম বিষয়ক যে কোন সমস্যা সংক্রান্ত যোগাযোগের হটলাইন নাম্বার-১৬৩৫৭ চালু রয়েছে।

> আগামী শনিবার বিএফডিসিতে বিতর্ক সভা আয়োজন করা হয়েছে।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিশেষ বিজ্ঞাপন প্রচার করা হবে।

> বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বিশেষ প্রতিবেদন প্রচার করা হবে।

> দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের পাশাপাশি উন্নয়ন সহযোগী, এনজিও ও অন্যান্য সংস্থাসমূহ তাদের স্থানীয় অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে।

এছাড়া সচেতনতা ও অংশীদারিত্বই শিশুশ্রম নিরসনের মূল চাবিকাঠি। পরিবার, কারখানা মালিক, শ্রমিক সংগঠন, এনজিও, গণমাধ্যম ও সুশীল সমাজের একত্রিত প্রচেষ্টার মাধ্যমে শিশুশ্রমকে একটি সামাজিক আন্দোলনে রূপ দান করা সম্ভব।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *