শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
টেকনাফ-উখিয়া-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে কক্সবাজারগামী একটি বাসে বিজিবি ডগ স্কোয়াড দ্বারা তল্লাশি অভিযান পরিচালনা করে ৯,৮০০ পিস ইয়াবাসহ বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
অদ্য ২৪ জুন ২০২৫ তারিখ সকালে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ-উখিয়া-কক্সবাজার মহাসড়ক দিয়ে বাসে করে মাদকের একটি চালান কক্সবাজারের দিকে যাবে। এ প্রেক্ষিতে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়। আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী পায়রা সার্ভিস নামের একটি বাস বিজিবির হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য থামায়। বিজিবি চেকপোস্টে কর্তব্যরত বিজিবি K-9 ডগ স্কোয়াডের সদস্য বিজিডি-১০৯০ ডগ ক্যালভিন (নারকোটিক্স, পুরুষ, ল্যাব্রাডর) বাসে তল্লাশি চালালে বাসের ড্রাইভারের পায়ের কাছে বারবার সংকেত দেয়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি করে কালো টেপ দ্বারা প্যাচানো ছোট ০৫টি পোটলার মধ্য থেকে ৯,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বাসের ড্রাইভার শাকের মিয়া এবং হেল্পার আবদুর রহমান (২০)-কে আটক করা হয়।
আটককৃত শাকের মিয়া ৪২), টেকনাফের পাল্লান পাড়া গ্রামের মৃত হাছন আলীর ছেলে এবং আব্দুর রহমান একই গ্রামের সফি উল্লাহর ছেলে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অধিক লাভে বিক্রির আশায় পোটলায় করে ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজারে নিয়ে যাচ্ছিল। আরও জানা যায় , তারা পূর্ব থেকেই এই যানবাহন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।
আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও যাত্রীবাহী বাসটি মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।