বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম
২ বিভাগ এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাপানি সংসদ সদস্যরা বাংলাদেশে শ্রম অধিকার পরিস্থিতির উন্নতির প্রশংসা করেছেন সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয়, এটি একটি মানবিক অঙ-উপদেষ্টা শারমীন এস মুরশিদ চুরি যাওয়া অর্থ পাচার রোধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান – প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট নিয়ে আসিয়ান সংস্থা নতুন সম্মেলনের প্রস্তাব করেছে বার্ন ইনস্টিটিউট মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে যান -স্বাস্থ্য সচিব জুলাই আন্দোলনে রোভার স্কাউটের যে ১০ জন শহীদ হয়েছেন তারা মানবতার দূত ছিলেন -শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার মহেশখালী- মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা

সকলে সচেতন থাকলে প্রশ্নফাঁসের কোনও সুযোগ অসাধু চক্র পাবে না -শিক্ষা উপদেষ্টা

আলী আহসান রবি / ৮৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, সকলে সচেতন থাকলে এইচএসসি ও সমমানের পরিক্ষায়-২০২৫এর প্রশ্নফাঁসের কোনও সুযোগ অসাধু চক্র পাবে না, কেউ গুজব ছড়ালেও আমরা ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবারই থ্রেড থাকে, এবারও আছে। আমরা এসএসসি পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাতেও তৎপর আছি।

আজ রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজ থেকে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা এক যোগে শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা-২০২৫ আমরা খুব ভালোভাবেই সম্পন্ন করতে পেরেছি। আশা করি সেই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাটাও সেভাবে করতে পারব। চ্যালেঞ্জ অনেক এবং অতীতের প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল। সেখান থেকে শিক্ষা লাভ করে আমরা সমাধান করতে চেষ্টা করেছি। পুর্বের এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে বোর্ডসমুহ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা কেরছি। এবং আমরা আশা করি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় থাকবে। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট আমরা প্রকাশ করতে পারবো।

তিনি বলেন, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ৯৩০০ প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে । এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট, ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে । আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সাংদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, প্রশ্নপত্র দেখার সুযোগ আমার হয়নি। তবে এটা নিশ্চিত যে, কেউ বলবে প্রশ্নপত্র ভালো হয়েছে, আবার কেউ বলবে খারাপ হয়েছে। এটা তাদের বোঝাপড়া এবং প্রস্তুতির ওপর নির্ভর করে। আমরা যেটা নিশ্চিত করতে পারি তাহলো, প্রশ্নপত্রের মান ঠিকঠাক রাখা।

উপদেষ্টা আরও বলেন, পরীক্ষার প্রথম দিন কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত নিয়মে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্র ঘুরে দেখলাম, সব পরীক্ষার্থী মাস্ক পরে এসেছে, সবাই নিরাপদ দূরত্বে বসে পরীক্ষা দিচ্ছে। একই সাথে সাথে ডেঙ্গুর বিষয়েও আগে থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য স্কুলগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। পানি যেখানে থাকতে পারে এবং জঙ্গল সেগুলো পরিষ্কার করার। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করেছেন। ফলে এ নিয়ে ভয়ের বা শঙ্কার কিছু দেখছি না।

উপদেষ্টা আবরার বলেন, সমস্যা যেটা হচ্ছে ,এটার জন্য পরবর্তীকালে আরো কি করা যাবে সেগুলো নিয়েও আমরা ভাববো। কিন্তু ব্যবস্থাগুলো অতীতের থেকে ইম্প্রুভ করেছে তারপরেও সমস্যা থাকছে। সবকিছু নিরসন করা হঠাৎ করে সম্ভব হবে না। এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *