শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম
রোড এন্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনে যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে —বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ব্রিটিশ গণমাধ্যম শেখ হাসিনার আমলের অর্থপাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে শহীদ ফারহানের মতো এ দেশের সকল বাচ্চাদেরকে স্মরণ করে আমাদের অন্তরে জায়গা দিয়ে, আমাদের দেশটাকে নতুন করে গড়বো– উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রমনা ও গুলশান থানা পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনেরআরও ১২ সদস্য গ্রেফতার বায়ু, শব্দ ও পলিথিন দূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭ টি মামলা, ২৬.৩৮ কোটি টাকার জরিমানা আইএমও কাউন্সিলে পুনঃনির্বাচনের জন্য সমর্থন চেয়ে নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজের আয়োজ পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৫০ হাজার টাকার অধিক নগদ অর্থ প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন শাহজাহানপুর থানার এক সাব-ইন্সপেক্টর ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ বায়ু, শব্দ ও পলিথিন দূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭ টি মামলা, ২৬.৩৮ কোটি টাকার জরিমানা

৩২টি চলচ্চিত্রকে মোট ৯ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মোঃ সিকান্দার আলী / ১৯৯ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রকে মোট ৯ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০টি। প্রত্যেকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ৭৫ লক্ষ টাকা এবং প্রত্যেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হবে ২০ লক্ষ টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ হলো : রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ The Time Keeper, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা এবং জুঁই।

অনুদানের জন্য মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ হলো : মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তসাপেক্ষে চলচ্চিত্র নির্মাণের জন্য এই অনুদান প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *