রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম
বোয়ালমারী উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাই — শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে। অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল রপ্তানিকারীদের সহায়তা করার জন্য ইপিবি চীনের ইউনানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। জাতীয় চিড়িয়াখানায় হঠাৎ খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ আমেরিকা থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পৌঁছেছে

জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু একজন নারীকেও তালিকা থেকে বাদ যেতে দেবো না —উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মোঃ সিকান্দার আলী / ১০২ পাঠক
প্রকাশকাল রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু একজন নারীকেও তালিকা থেকে বাদ যেতে দেবো না।
তিনি আজ ঢাকায় মোবাশ্বের হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মতবিনিময় আয়োজনের পৃষ্ঠপোষক ফাউন্ডেশনের আহবায়ক প্রকৌশিলী আবদুল আউয়াল এবং ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক ভিশনারী ভয়েজ এর সহায়তায় এবং স্থপতি ফারহানা শারমিন ইমুর সঞ্চালনায় অন্যানের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান, জুলাই শহিদ তাহির জামান প্রিয়’র মা, সামসি জামান আরা জামান কলি, জুলাই যুদ্ধে ফ্রন্ট ফাইটার উমামা ফাতেমাসহ নানা সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রতিনিধিগণ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য সরকারি- বেসরকারি উদ্যোগে গৃহীত দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপের বিষয় আলোচনার মাধ্যমে একটি সম্মানিত কাঠামো প্রতিষ্ঠা করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কল্যাণ, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে, সন্তানদের বিনামূল্য শিক্ষা সহায়তা এবং আহতদের জন্য থাকছে ক্যাটাগরি অনুযায়ী সুবিধা। তিনি বলেন এ যুদ্ধে নিহত, আহতদের তালিকা তৈরি করা আমাদের কাছে তাৎক্ষণিক অভিনব ছিলো। সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করে সারাদেশে জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরীর উদ্যোগ নিয়েছে। জুলাই যোদ্ধাদের স্বউদ্যোগে স্বাবলম্বী করতে সরকার এককালীন অনুদান এবং সঞ্চয়পত্রের মাধ্যমে সহায়তা করার পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব আহত এবং শহিদ পরিবারের খোঁজ নিয়ে যাবতীয় সহায়তায় একসাথে কাজ করার আহ্বান জানান । এ যুদ্ধে নিহত ও আহতদের পুনর্বাসনে সমন্বিত কর্মপন্থার মাধ্যমে একছাতার নিচে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করার জন্য স্বেচ্ছাসেবী সংস্থার সদিচ্ছার উপর গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *