রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এর উদ্বোধন হলো আজ

মোঃ সিকান্দার আলী / ১৩ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ এর উদ্বোধন হলো আজ নারায়ণগঞ্জ জেলায়। ২০২৪ এর ছাত্র-জনতার গণআভ্যুথানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে শহীদ মোহাম্মদ আদিলের মা আয়শা আক্তার বলেন, আমার ছেলে বেঁচে থাকলে হয়তো গোল্ডেন জিপিএ পেতো। শহীদদের কবর সংরক্ষণ করতে হবে এবং আমাদের একটাই দাবী যেন, শহীদ পরিবার ন্যায় বিচার পাই।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী দীর্ঘ সাড়ে পনেরো বছরের সংগ্রামে বহু মানুষ গুম হয়ে যায়। বিচারবহির্ভূত নির্যাতন ও হত্যাকান্ডের শিকার হন। অনেক আয়না ঘর তৈরী করা হয়েছিল। এই লম্বা সংগ্রামের একটা পর্যায়ে যখন বাংলাদেশের ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে। তখন সেই ৩৬ দিনের অগ্নীঝরা পথ পেরিয়ে আগস্টের ৫ তারিখে বিজয় অর্জিত হয়।
তিনি আরো বলেন, আমরা সেই শহীদ, আহত এবং সংগ্রামী সহযোদ্ধাদের স্মরণ করতে বিভিন্ন মন্ত্রাণলয় ও বিভাগ একসাথে সারাদেশে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” প্রতিষ্ঠায় কাজ করছি। আজ নারায়ণগঞ্জ জেলায় শহীদ পরিবার ও আহতদের সাথে নিয়ে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” স্থাপন করলাম। স্বৈরাচারের ঠিকানা গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। আগামী ৫ আগস্ট এই জাদুঘরের উদ্বোধন করা হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, পনের বছরের মহাপরাক্রমশালী স্বৈরাশাসনকে পনেরো দিনে ছাত্র জনতা উৎখাত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ছাত্র-জনতার খুনীদের বিচার চলছে। আমাদের সরকারের মেয়াদে এই বিচার সম্পন্ন হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই শহিদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তিনি বলেন, ন্যায়বিচার, যথাযথ স্বীকৃতি ও দায়িত্ব পালনের মাধ্যমেই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। শহিদ পরিবারগুলোকে সম্মান জানানো, আহতদের তালিকা চূড়ান্ত করে ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিক হত্যার পুনরাবৃত্তি যেন আর না ঘটে—এই নিশ্চয়তা দিতে হবে।

‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিভাগের সচিব শিষ হায়দার চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ নারায়ানগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *